এসএসসি (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের মেশিন টুলস অপারেশন-২ (এসাইনমেন্ট ৩)
ইনডেক্সিং এর মাধ্যমে বিভক্তকরণ
১. ইনডেক্সিং এর ধারণাঃ
মিলিং মেশিনে যত প্রকারের কাজ হয় । তন্মধ্যে ইনডেক্সিং ( বিভক্তিকরণ ) এর কাজই সর্বাপেক্ষা অধিক । সুতরাং মিলিং মেশিন চালনা শিক্ষা করতে হলে সর্বপ্রথম ইনডেক্সিং পদ্ধতি জ্ঞান সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক । মিলিং মেশিনে কোন বস্তুকে এক পাকের কোনাে ভগ্নাংশে ঘােরানােকে ‘ ইনডেক্সিং করা ’ বলা হয় । মিলিং মেশিনে ইউনিভার্সেল ডিভাইডিং হেড বা ইনডেক্সিং হেড এর সাহায্যে এই কার্যাবলি করা হয় । যদিও মেশিন চালকের ইনডেক্সিং হেড এর গঠনপ্রণালি সম্বন্ধে জ্ঞান না থাকলে কাজের বিশেষ অসুবিধা হয় না , তথাপি দক্ষ ও ওয়াকিবহাল কারিগরের এ সম্বন্ধে জ্ঞান থাকা বিশেষ প্রয়ােজন ।
২. ইনডেক্সিং এর প্রকারভেদঃ
নিচে ইনডেক্সিং এর প্রকারভেদ দেওয়া হলাে
১. ডাইরেক্ট ইনডেক্সিং ( Direct Indexing )
২. সিম্বল ইনডেক্সিং ( Simple Indexing )
৩.কম্পাউন্ড ইনডেক্সিং ( Compound Indexing)
৪.ডিফারেন্সিয়াল ইনডেক্সিং ( Differential Indexing )
৫.অ্যাংগুলার ইনডেক্সিং ( Angular Indexing )
৬. লিনিয়ার ইনডেক্সিং ( Linear Indexing )
কম্পাউন্ড ইনডেক্সিং প্লেট :
কতকগুলি সংখ্যা আছে , যে সংখ্যায় ইনডেক্স প্লেটকে অস্বাভাবিক রকম বড় না করে সিম্পল ইনডেক্সিং - এর দ্বারা বিভক্ত করা যায় না । সেই সকল সংখ্যায় বিভক্ত করতে হলে কম্পাউন্ড ইনডেক্সিং পদ্ধতির সাহায্য নিতে হয় । এই পদ্ধতিতে সাধারণত ক্র্যাংকটিকে প্রথমে ডান দিকে ঘােরাতে হয় । তারপর ক্র্যাংক সমেত সমস্ত প্লেটটি একই দিকে বা বিপরীত দিকে ঘােরাতে হয় । এই দুই গতির বীজগাণিতিক যােগফল , যে পরিমাণ জব বা ওয়ার্কপিসকে ঘােরাতে হবে , তার সমান । নিম্নে উদাহরণগুলির দ্বারা ইহা পরিষ্কাররূপে বােঝা যাবে।
ডিফারেন্সিয়াল ইনডেক্সিং
ইহাকে ডিফারেন্সিয়াল বলার উদ্দেশ্য যে ইহার দুইটি গতি আছে । এটা হলো পিম্পল ইনডেক্সিং দ্বারা ক্র্যাংককে পরিচালিত করে এবং দ্বিতীয়টি হলাে ইনভেন্স প্লেটের নিজস্ব আবর্তন দ্বারা।
৪. ইনডেক্সিং হেড এর বিভিন্ন অংশের নামঃ
২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ৫ম সপ্তাহের মেশিন টুলস অপারেশন-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান
Tag: এসএসসি (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের মেশিন টুলস অপারেশন-২ (এসাইনমেন্ট ৩), ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ৫ম সপ্তাহের মেশিন টুলস অপারেশন-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান, ইনডেক্সিং এর মাধ্যমে বিভক্তকরণ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)