রোমান্টিক ভালোবাসার বাংলা এসএমএস | রোমান্টিক ছন্দ এসএমএস পিকচার | ভালোবাসার রোমান্টিক ছন্দ | ভালোবাসার নতুন রোমান্টিক ছন্দ এসএমএস


আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। 

বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো রোমান্টিক ভালোবাসার বাংলা এসএমএস, রোমান্টিক ছন্দ এসএমএস পিকচার,  ভালোবাসার রোমান্টিক ছন্দ,  ভালোবাসার নতুম রোমান্টিক ছন্দ এসএমএস এই সকল কিছু আপনারা আমাদের এই পোস্ট থেকে পাবেন। আশা করি আপনাদের সুবিধা হবে আমাদের পোস্টে দেওয়া ছবিগুলো এবং এসএমএস গুলো পেয়ে। 


    রোমান্টিক ভালোবাসার বাংলা এসএমএস  

    ★★একটু যদি তাকাও তুমি

    মেঘ গুলো হয় সোনা,

    আকাশ খুলে বসে আছি

    তাও কেনো দেখছো না ?

    একই আকাশ মাথার উপর,

    তাও কেনো এক ভাবছো না ।★★


    ★★খুঁজে দেখো মনের মাঝে

    আমি আছি স্বপ্নের সাঁজে,

    তোমার ওই চোখের তারায়

    হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,

    সুখের সেই স্বপ্নের মাঝে,

    পাবে তুমি আমায় ।★★


    ♥♥যদি বৃষ্টি হোতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম ।

    চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম ।

    মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,

    কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!♥♥


    ♥♥চোখে আমার ঝর্ণা বহে, মনে দুঃখের গান ।

    তোরে যদি না পাই আমি, দিব আমার প্রান ।

    শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত ।

    কেমন করে তোরে ছাড়া, থাকি দিন রাত !♥♥


    ♥♥প্রেমের স্বার্থকতা মিলনে । বিরহ-বিচ্ছেদ হীনা মিলন, ততটা মধুময় নয় ।

    বিরহ-বিচ্ছেদের পর মিলন, যতটা মধুময় হয় ।♥♥


    ♠♠সুখে থাকো দুঃখে থাকো,

    খবর তো আর রাখো না ।

    এখন তো আমায় তুমি ভালো

    আর বাসো না ।

    যতো ভালোবাসা ছিলো দিয়ে

    ছিলাম তোমাকে ।

    তবু তুমি কিছুতেই,

    বুঝলেনা আমাকে ।♠♠


    রোমান্টিক ছন্দ এসএমএস পিকচার  


    ভালোবাসার রোমান্টিক ছন্দ  


    ভালোবাসার নতুম রোমান্টিক ছন্দ এসএমএস 


    ♥♥আমি আকাশের সব তারা এনে দেবো,
    তোমাকে আলোকিত করবে বলে ।
    আমি পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান বানিয়ে দিবো, তোমাকে সুগন্ধ ছড়াবে বলে ।
    আমি পৃথিবীর সব কবিকে এনে দেবো,
    তোমাকে নিয়ে কবিতা লিখবে বলে ।♠♠

    ★♠★তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রান,
    তুমি আমার একলা মনের মিষ্টি অভিমান ।
    তুমি আমার চোখের ভিতর আছো বৃষ্টি হয়ে,
    ধরার বুকে বৃষ্টি হলে তোমায় মনে পড়ে,
    আজ খুব বেশী মনে পড়ছে তোমাকে,
    জানি ঘুম হবে না রাতে ।♥★♠

    ★★জসনার আলো, রেশমি চুলে লাগে বড় ভালো,
    ঠোটে তোমার হালকা হাসি, লাগে আমার ভালো।★★

    ***তুমি দৃষ্টি থেকে দূরে, মন থেকে দূরে নয়,
    তুমি বাস্তব থেকে দূরে, স্বপ্ন থেকে দূরে নয় ।
    তুমি আমার থেকে দূরে, ভাবনা থেকে দূরে নয় ।**

    ♥♥ভালোবাসা মানে হাজারো কবিতার চরন গুলি,
    ভালোবাসা মানে শিল্পির আঁকা রংতুলি,
    ভালোবাসা মানে সুদুর আকাশের তারা গুলি,
    ভালোবাসা মানে আমাবস্যার রাতে জোসনা পাওয়া,
    ভালোবাসা মানে অন্ধ বিশ্বাসে তোমার কাছে জাওয়া, ভালোবাসা মানে অভিমানি হয়ে বসে থাকা।♥♥

    ♥♥তুমি বৃষ্টি ভেজা পায়ে,
    সামনে এলে মনে হয়-
    আকাশের বুকে যেন
    জল ছবি একে যায় ।
    তুমি হাসলে বুঝি মনে হয়-
    স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয় ।♠♠



    Tag: রোমান্টিক ভালোবাসার বাংলা এসএমএস,  রোমান্টিক ছন্দ এসএমএস পিকচার,  ভালোবাসার রোমান্টিক ছন্দ,  ভালোবাসার নতুম রোমান্টিক ছন্দ এসএমএস 


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     


     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন