আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা বাংলা এসএমএস, শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা এসএমএস পিকচার, শুভেচ্ছা বার্তা শুভ রাত্রি এসএমএস ২০২৩, গুড নাইট মেসেজ নতুন ছবি এই সকল কিছু আপনারা আমাদের এই পোস্ট থেকে পাবেন। আশা করি আপনাদের সুবিধা হবে আমাদের পোস্টে দেওয়া ছবিগুলো এবং এসএমএস গুলো পেয়ে।
শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা বাংলা এসএমএস
★★Twinkles Twinkles লিটিল স্টার
সময় হলো ঘুমাও এবার।
মশার সাথে করো ফাইট,
আজকের মতো Good night★★
★★রাত্রি মানে গভীর নেশা,
নতুন করে স্বপ্ন দেখার আশা।
রাত্রি মানে চোখটি মেলে
শুভ রাত্রি বলা।
✨শুভ রাত্রি✨
★★রাত শুধু আধার নয়,
একটু খানি আলো।
রাত শুধু খারাপ নয়,
স্বপ্ন গুলো ভালো।
✨শুভ রাত্রি✨
★★রাত হয় গভীর,
চোখে আসে ঘুম।
আকাশে ওঠে চাঁদ,
রাত্রী হয় নিঝুম।
সুন্দর স্বপ্ন তােমায়
করে ডাকাডাকি,
রাত্রি পেরিয়ে গেল,
স্বপ্ন দেবে ফাঁকি।
✨শুভ রাত্রি✨
★★কাজে কাজে দিন শেষ
ডুবলো আলো আধার হলো,
ফুলগুলো সুবাশ হারালো,
চাঁদ মামা আলো দিলো,
তুমি এখন ঘুমিয়ে পর।
✨শুভ রাত্রি✨
★★আকাশে রয়েছে কতো
মিষ্টি মধুর তারা।
মনটা হারিয়েছে আজ
ওই চাঁদের পাড়াই।
চাঁদের পাড়াতে বন্ধু আমি
তোমায় দেখা পাই।
এখন শুধু শুয়ে শুয়ে
Good Night গাই।★★
★★রাত হয়েছে ঘুমিয়ে পরো,
কালকে কথা হবে।
চন্দ্র মামা আকাশ জুড়ে
জোস্না ছড়াবে।
রাতের বেলায় আলগা হওয়ায়
ঘুম ঘুম চোখ।
বন্ধু তোমার আজকের রাতের
ঘুম টা ভালো হোক।
✨শুভ রাত্রি✨
শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা এসএমএস পিকচার














শুভেচ্ছা বার্তা শুভ রাত্রি এসএমএস ২০২২
★★ভালো থাকো বন্ধু তুমি,
ভালো রাখো মন,
মন যদি চাই তবে
করিও স্মরণ,
রাখো যদি বন্ধু আমায়
তোমার মনে,
পাবে তবে আমায়
খুঁজে তোমার স্বপনে।
✨শুভ রাত্রি✨
★★মনে পড়ে তোমাকে রাতের
আধারে।
ভাবি শুধু তোমাকে সব সময়
অনুভবে।
স্বপ্নে দেখি তোমাকে
চোখের প্রতি পলকে।
আপন ভাবি তোমাকে,
আমার প্রতি নিশ্বাসে।
✨শুভ রাত্রি✨
★★রাতে স্বপ্নে শুধু তোমাকে
দেখতে চায়,
তাই ঘুমিয়ে পড়লাম।
✨শুভ রাত্রি✨
★★কিছু কথা অন্তহীন,
কিছু বাঁধন সীমাহীন।
কিছু চাওয়া স্বার্থহীন,
না হোক দেখা প্রতিদিন,
তবু মনে রেখাে চিরদিন।
✨শুভ রাত্রি✨
★★বলো তো কোন সে বীর
গান গাই মারে তীর,
জানতাম পারবেনা,
মশা মেরে ঘুমিয়ে পর।
✨শুভ রাত্রি✨
★★এক রাশ রাতের মিটিমিটি তারা,
এক মুঠো জোস্নার আলো,
এক চিমটি আকাশের নীল।
সাথে দিলাম একটু ঝড়ো হাওয়া।
✨শুভ রাত্রি✨
★★রাত্রি হলেই শুয়ে পরো,
নতুন স্বপ্ন দেখার আশায়।
রাত্রি মানেই খোলা পথে,
হাত ধরে চলা।
রাত্রি মানেই ঘুমিয়ে পরো,
Good Night বলা।★★
গুড নাইট মেসেজ নতুন ছবি














Tag: শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা বাংলা এসএমএস, শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা এসএমএস পিকচার, শুভেচ্ছা বার্তা শুভ রাত্রি এসএমএস ২০২৩, গুড নাইট মেসেজ নতুন ছবি