ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির ১২শ/দ্বাদশ সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কর্ম ও জীবনমুখী শিক্ষা (এসাইনমেন্ট-২) | ২০২১ সালের ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির ১২শ/দ্বাদশ কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর


    ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির ১২শ/দ্বাদশ সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কর্ম ও জীবনমুখী শিক্ষা (এসাইনমেন্ট-২)  


    শিরােনামঃ কর্মেই আনন্দ

    উত্তরঃ

    ঘর সাজাতে আমরা সবাই কমবেশি ভালােবাসি । কিন্তু এই ঘর সাজানাের আমাদের অনেকের কাছে অনেক ব্যয়বহুল একটা বিলাসিতা বলে মনে হয় । অথচ একটু বুদ্ধি খরচ করলে আর কিছুটা সৃজনশীলতার পরিচয় দিলে যৎসামান্য খরচেই নিজেদের বাড়িঘর নান্দনিক রূপে সাজিয়ে নেওয়া যায় । কোন প্রকার অর্থ খরচ ছাড়াই আমরা নিজেরাই আমাদের চারপাশে পরে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমরা নানা আকর্ষণয়ীয় জিনিস বানিয়ে আমারা আমাদের ঘর সাজাতে পারি ।


    নিম্নে আমার বাড়ির আসেপাশে ফেলে দেওয়া বস্তু দিয়ে ঘর সাজানাের একটি সামগ্রী তৈরি করে তার প্রস্তুত প্রনালী ব্যাখ্যাঃ 


    আমি আমার বাড়ির পাশে ফেলে দেওয়া রঙিন কাগজ দিয়ে ঘর সাজাবার জন্য কাশফুল তৈরি করেছি । নিম্নে এর প্রস্তুত প্রনালী বর্ননা করা হলােঃ  

    কাজের তৈরি কাশফুল 

    এই ফুলগুলাে তৈরি করতে যা যা লাগবে  

    *রঙ্গিন কাগজ  

    *আঠা 

    *কাচি 

    ১ ম ধাপঃ একটি আয়তাকৃতির রঙ্গিন কাগজ নিই । কাগজটির দৈর্ঘ্য বরাবর যে কোন এক পাশে আঠা লাগাই । কাগজটিকে দৈর্ঘ্য বরাবর অর্ধেক ভাজ করে অন্য পাশের সাথে জোড়া লাগাই ।

    ২ য় ধাপঃ কাচির সাহায্যে ভাজ করা কাগজটিতে ছােট ছােট ফ্রিঞ্জ কাটি । ফ্রিঞ্জ কাটার পর হাতের তালু দিয়ে সেগুলােকে হালকা চাপ দিই , যাতে ফোলা ফোলা ভাব আসে ৷

    ৩ য় ধাপঃ একটি সবুজ রঙের কাজ নিই । কাজটিকে যেকোন এক পাশ থেকে রােল করতে করতে একটি কাঠি তৈরি করি ।

    ৪ র্থ ধাপঃ ফ্রিঞ্জ কাটা কাগজটির দৈর্ঘ্য বরাবর সমান অংশটিতে আঠা লাগাই । আঠা লাগানাে অংশ কাঠির ঠিক নিচে বাঁকা করে ধরি ।

    ৫ ম ধাপঃ ফ্রিঞ্জ কাটা কাগজটিকে সবুজ কাঠির মধ্যে ধীরে ধীরে প্যাচাতে থাকিযতক্ষণ পর্যন্ত ফ্রিঞ্জ কাটা কাজ শেষ না হয় । 

    মাত্র ৫ টি সহজ ধাপে তৈরি হয়ে গেল রঙ্গিন কাশফুল ।



    ২০২১ সালের ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির ১২শ/দ্বাদশ কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর



    Tag: ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির ১২শ/দ্বাদশ সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কর্ম ও জীবনমুখী শিক্ষা (এসাইনমেন্ট-২),  ২০২১ সালের ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির ১২শ/দ্বাদশ কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)