দরজা-জানালার পাল্লায় ব্যবহার উপযোগী কাঠের পরিচিতিসহ ভাল কাঠের গুণাগুণ নিরুপণ | এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৩য় সপ্তাহের বিল্ডিং মেইন্টেন্যান্স-২ (এসাইনমেন্ট ১) | ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৩য় সপ্তাহের বিল্ডিং মেইন্টেন্যান্স-২ এসাইনমেন্ট সমাধান ( ২য় পত্র)


    ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৩য় সপ্তাহের বিল্ডিং মেইন্টেন্যান্স-২ এসাইনমেন্ট সমাধান ( ২য় পত্র)


    দরজা-জানালার পাল্লায় ব্যবহার উপযোগী কাঠের পরিচিতিসহ ভাল কাঠের গুণাগুণ নিরুপণ


    ১। কাঠের ধারণা :

    কাঠ বা কাষ্ঠ একটি জৈব পদার্থ । 

    প্রধানত গাছের মাধ্যমিক ( Secondary ) জাইলেম ( xylem ) থেকে উৎপন্ন হয় । কাঠ মূলত গাছের অভ্যন্তরীণ অংশ যা সেলুলােজ , হেমিসেলুলােজ ও [ পেকটিনা ] দ্বারা গঠিত | জীবন্ত গাছের এই অংশটি মাটি থেকে গাছের পাতা ও অন্যান্য বর্ধনশীল অংশে পানি ও প্রয়ােজনীয় পুষ্টি বহন করে সরবরাহ করে । কাঠে লিগনিনের প্রাচুর্য্য থাকায় কাঠ গাছকে দৃঢ়তা প্রদান করে যার ফলে সহজেই গাছের বৃদ্ধি ঘটতে পারে এবং গাছ সােজা হয়ে দাঁড়াতে পারে । তবে সরাসরি গাছ থেকে পাওয়া কাঠ ছাড়াও একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন। 

    অন্যান্য বৃক্ষজাত বস্তু এবং কাঠ , কাঠের চিলতে বা আঁশ থেকে প্রযুক্তিগত উপায়ে পাওয়া বস্তুকেও কাঠ বলা হয় ।


    ২। দরজা - জানালার পাল্লায় ব্যাবহার উপযােগী কাঠের পরিচিতিঃ


    চিত্রটা সম্ভব হলে আঁকবেন।  আর না আঁকাতে পারলে সমস্যা নেই। 


    ৩। বিভিন্ন প্রকার আসবাবপত্রের উপযােগী কাঠের পরিচিতিঃ


    আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত আসবাবগুলাে হচ্ছে চেয়ার , টেবিল , আলমারি , শশাকেজ , ফাইল কেবিনেট , চেস্ট অব ড্রয়ার , খাট ইত্যাদির জন্য সেগুন , মেহগনি , শিল কড়াই , জাম , নিম ইত্যাদি কাঠ ব্যবহার করা ভালাে । এই কাঠকুলাে দীর্ঘস্থায়ী , পৃষ্ঠের আঁশের পঠন ভালাে , রংয়ের মধ্যে সমতা আছে ।


    ৪। ভাল কাঠের গুনাগুণঃ


    ভালাে কাঠের গুণাক্তন নিম্নরুপ : 

    ১। ভালাে কাঠ সম্পূর্ণ সার হতে হবে । 

    ২। এর আঁশগুলাে সােজা ও সমান্তরাল । 

    ৩। কাঠের পৃষ্ঠের সকল অংশের কাঠের রং একই হবে । 

    ৪। বাসরিক চাকা ঘন এবং সমান্তরাল হবে । 

    ৫। কাঠ কাটলে কোনােরূপ দূর্গন্ধ হবে না । 

    ৬। ভারী কাঠ ভালাে ও শক্ত হয় । 

    ৭। কাঠ ভালাে সিজন করা থাকবে । 

    ৮। ভালাে কাঠে কোনাে প্রকার গিট থাকবে না । 

    ৯। ভালাে কাঠ কোনাে প্রকার ফাটল থাকবে না । 

    ১০। ভালাে কাঠ দুমড়নাে আঁশযুক্ত থাকবে । 

    ১১। আঘাতে কোনােপ অস্বাভাবিক শব্দ হবে না । 

    ১২। ভালাে কাঠের উপরিভাগ মসৃণ এবং উজ্জ্বল হবে । 

    ১৩। ভালাে কাঠ হাতুড়ি দিয়ে আঘাত করলে টন টন আওয়াজ হবে ।



    এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৩য় সপ্তাহের বিল্ডিং মেইন্টেন্যান্স-২ (এসাইনমেন্ট ১)



    Tagএসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৩য় সপ্তাহের বিল্ডিং মেইন্টেন্যান্স-২ (এসাইনমেন্ট ১),  ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৩য় সপ্তাহের বিল্ডিং মেইন্টেন্যান্স-২ এসাইনমেন্ট সমাধান ( ২য় পত্র), দরজা-জানালার পাল্লায় ব্যবহার উপযোগী কাঠের পরিচিতিসহ ভাল কাঠের গুণাগুণ নিরুপণ

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)