শক্তিচালিত তাঁতের শেডিংসমূহ ব্যাখ্যাকরণ | এসএসসি (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের উইভিং-২ (এসাইনমেন্ট ৩) | ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ৫ম সপ্তাহের উইভিং-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান


    এসএসসি (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের উইভিং-২ (এসাইনমেন্ট ৩)  


    শক্তিচালিত তাঁতের শেডিংসমূহ ব্যাখ্যাকরণ

    ২. শেডিং এর সুবিধাঃ 

    নিন্মে সেডিং এর সুবিধাগুলাে দেওয়া হলােঃ 

    ১। টানা সুতা একবার টাইট ও একবার ঢিলা হওয়ার দরুণ কভার ক্লথ তৈরি করা যায় । 

    ২। সেড ওপেনিং টাইম বটম ক্লজের সময়ের প্রায় অর্ধেক ।

    ৩। মেশিনে বিদ্যুৎ খরচ কম ও টান কম হয় । 

    ৪। টান কম হওয়ার কারণে টানা ছেড়ার সম্ভাবনা কম । 

    ৫। টানায় টান অপেক্ষাকৃত কম । 

    ৬। উচ্চ গতিতে চলতে সক্ষম ।

    ৭। তাঁত যন্ত্রের ক্ষয় কমিয়ে আনে ।


    ৩. শেডিং এর অসুবিধাঃ 

    নিন্মে সেডিং এর অসুবিধাগুলাে দেওয়া হলােঃ 

    ১. এটা পরিবর্তন হতে বেশি সময় লাগে এবং দ্রুতগতির জন্য উপযােগী নয় ।  

    ২. টানা সুতার উপর খুব বড় এবং অসমান টান পড়ে ।

    ৩.অধিক শক্তি ব্যয় হয় এবং ঘর্ষণজনিত ক্ষয় বেশি হয় ।  

    ৪. সেড লাইন ফিক্স করতে হলে লেভেলিং এ্যাপারেটাস এর সাহায্যে কঁপগুলাে একই সমতলে আনতে হয় । 

    ৫. অধিক ঝাঁপ ব্যবহার করলে সুতা ছেড়া বেড়ে যায় এবং সুতা দুর্বল হয়ে পড়ে ।

    ৬. টানা সুতা ছিড়ে গেলে জোড়া লাগাতে তাঁতির কস্ট হয় ।



    ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ৫ম সপ্তাহের উইভিং-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান



    Tag; এসএসসি (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের উইভিং-২ (এসাইনমেন্ট ৩),  ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ৫ম সপ্তাহের উইভিং-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান,  শক্তিচালিত তাঁতের শেডিংসমূহ ব্যাখ্যাকরণ

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)