শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা বাংলা এসএমএস | শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা এসএমএস পিকচার | শুভেচ্ছা বার্তা শুভ সন্ধ্যা এসএমএস


আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। 

বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা বাংলা এসএমএস,  শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা এসএমএস পিকচার,  শুভেচ্ছা বার্তা শুভ সন্ধ্যা এসএমএস এই সকল কিছু আপনারা আমাদের এই পোস্ট থেকে পাবেন। আশা করি আপনাদের সুবিধা হবে আমাদের পোস্টে দেওয়া ছবিগুলো এবং এসএমএস গুলো পেয়ে। 


    শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা বাংলা এসএমএস  

    দিনের আলো নিভলো শেষে,

    স্নিগ্ধ বিকেল বেলার বেশে,

    বলছে সে ” আর একটু পরেই

    তলিয়ে যাবে ঘুমের দেশে ”

    @@ শুভ সন্ধ্যা @@


    দিনের শেষে সব পাখিরা

    ফিরে আসে নিজ ঘরে,

    এই কাজটা চলছে তাদের

    যুগ যুগ ধরে,

    এটাই আমি জানিয়ে দিলাম

    তোমায় sms করে ।

    */’*+*/’* শুভ সন্ধ্যা */’*+*/’*


    নীল আকাশের বুকে তখনি

    পাখিরা উড়বে হলদে ছায়ায়,

    আমিও তখন বলবো তোমায়,

    এসো আমার মনে এই

    শুভ সন্ধ্যায় ।


    প্রকৃতি জুড়ায় দৃষ্টি

    তোমার নামটা ভীষণ মিষ্টি

    আমার মনে তুমি যেন মরুভুমিতে বৃষ্টি !!

    ((( শুভ সন্ধ্যা )))


    প্রতিটি বিকেল বেলা আসে

    নিজের নতুন সম্ভার নিয়ে ।

    তোমায় সেই সম্ভারে সামিল করতে ।

    তোমার সারাদিনের ক্লান্তিকে

    কিছুটা হলেও কমাতে ।

    *** শুভ সন্ধ্যা ***


    পড়ন্ত বেলায় সূর্যের মিষ্টি আলো

    আমায় মনে করিয়ে দেয় যে-

    আমার মনের কোনে সবচেয়ে

    সুন্দর জায়গাটা দখল করে আছো তুমি ।

    “” শুভ সন্ধ্যা “”


    বিকেল বেলাটা দুপুরের উত্তাপ কমিয়ে

    সূর্যাস্তের সুন্দর দৃশ্য বয়ে আনে,

    তাই এই সময়টা ভীষণ সুন্দর ।

    *** শুভ সন্ধ্যা ***


    সকাল হলে এসো তুমি ‘ শিশির কণা হয়ে,

    সন্ধ্যা হলে এসো তুমি ‘ রক্ত জবা হয়ে,

    রাত হলে জ্বলো তুমি ‘ জোনাকি হয়ে,

    সারা জীবন থেকো তুমি, আমার বন্ধু হয়ে,

    **** শুভ সন্ধ্যা ****

    শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা এসএমএস পিকচার  


    শুভেচ্ছা বার্তা শুভ সন্ধ্যা এসএমএস 

    সোনালী কিরণের এই অন্তিম বেলায়,

    আকাশে তাকাতে আমি বলছি তোমায়,

    সূর্য এখন যে দিচ্ছে ডুব,

    লাগছে তাকে ভালো খুব ।

    তাই তোমায় জানাই-

    (( শুভ সন্ধ্যা ))


    সূর্যি ডোবার শেষে,

    সন্ধ্যা নামলো হেসে,

    বিদায় বেলায় তাই তোমায় জানাই-

    ** শুভ সন্ধ্যা **


    সন্ধ্যা হলো,

    সূর্য গেলো,

    অস্তাচলে ।

    তাই তো তোমায়

    শুভেচ্ছা জানাই,

    “শুভ সন্ধ্যা” বলে ।


    সন্ধার ঠাণ্ডা বাতাসে

    বুক ভরে নিঃশ্বাস নাও,

    আর তা ধরে রাখো,

    তোমার হৃদয়ের প্রকোষ্ঠে ।

    ((( শুভ সন্ধ্যা )))


    সন্ধ্যার নিরব সূর্যাস্ত তোমার মনে

    জাগিয়ে তুলুক শান্তির বার্তা…

    ** শুভ সন্ধ্যা **


    স্বপ্নেরা স্বপ্নই,

    কল্পনা তাই শুধু জলরঙে সাজানো,

    দেখে যাও এক ছুটে,

    আকাশটা রামধনু রাঙ্গানো ।।

    শুভ সন্ধ্যা …


    সূর্য অস্ত যেতে যেতে আশা দিয়ে যায়

    যে অন্ধকার রাত যদি আসেও, তারপরে

    উজ্জ্বল সকাল আছে…।

    *** শুভ সন্ধ্যা ***


    Tag: শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা বাংলা এসএমএস,  শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা এসএমএস পিকচার,  শুভেচ্ছা বার্তা শুভ সন্ধ্যা এসএমএস 


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     


     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন