২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফিন্যান্স ব্যাংকিং এসাইনমেন্ট সমাধান /উত্তর | এসএসসি ১ম সপ্তাহের ফিন্যান্স ব্যাংকিং এসাইনমেন্ট সমাধান ২০২১ | আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক - বিষয়টির যৌক্তিকতা নিরূপণ


আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক - বিষয়টির যৌক্তিকতা নিরূপণ


    ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফিন্যান্স ব্যাংকিং এসাইনমেন্ট সমাধান /উত্তর

    আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর অর্থায়ন ব্যবস্থাপনা  বিষয়ক জ্ঞান সহায়ক - বিষয়টির যৌক্তিকতা নিরূপণ


    আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার অর্থায়ন ব্যবস্থা বিষয়ক জ্ঞান সহায়ক 

    অর্থায়নের ধারণা : 
    অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে । কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে , কোথায় Teachers , BD কীভাবে বিনিয়ােগ করা হলে কারবারে সর্বোচ্চ মুনাফা হবে , অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে । একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন হয় । কারবারে মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিলের প্রয়ােজন হয় । যেমন : মেশিনপত্র ক্রয় , কঁাচামাল ক্রয় , শ্রমিকদের মজুরি প্রদান ইত্যাদি । এগুলাে তহবিলের ব্যবহার । তহবিলের এই প্রয়োজন।  

    কারবারি অর্থায়নের গুরুত্ব : 
    তীব্র যাগিতামূলক মুক্ত বাজারনীতিতে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান অত্যন্ত সতকর্তার সাথে অর্থায়ন পরিকল্পনা করে থাকে । কারণ অর্থায়ন পরিকল্পনার উপরই একটি ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নির্ভরশীল । তাই বর্তমানে প্রতিটি প্রতিষ্ঠান যেমন- সরকারি , বেসরকারি ও আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলাে বিশেষ গুরুত্বের সাথে পরিকল্পনা অনুযায়ী অর্থায়ন করে থাকে । কারণ , সুপরিকল্পিত ও দক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার কারণে একদিকে যেমন ঝুঁকি হ্রাস পায় , অন্যদিকে আয় বা মুনাফা বৃদ্ধি পায় । নিম্নোক্ত বিষয়সমূহ অর্থায়ন ব্যবস্থাপনাকে আরাে বেশি অর্থবহ করে তুলবে :

    ( ক ) মূলধন সংকট 
    ( খ ) উৎপাদনমুখী বিনিয়ােগ 
    ( গ ) ব্যাংকিং ব্যবস্থা 
    ( ঘ ) শিক্ষিত উদ্যোক্তার অভাব 
    ( ঙ ) স্বল্প মেয়াদি তহবিলের ব্যবহার 


    আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী : 
    আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীকে নিম্নোক্তভাগে ভাগ করা যায় । যেমন 
    ১. অর্থায়ন সিদ্ধান্ত 
    ২. বিনিয়ােগ সিদ্ধান্ত 
    ৩. অন্যান্য সিদ্ধান্ত / লভ্যাংশ বন্টন সিদ্ধান্ত 

    ১. অর্থায়ন সিদ্ধান্ত : 
    আর্থিক ব্যবস্থাপকের দ্বিতীয় কাজ হলাে প্রকল্পে ব্যবহারের জন্য প্রয়ােজনীয় অর্থের সংস্থান করা । অথাৎ , একটি প্রকল্পে বিনিয়ােগের জন্য কি পরিমাণ তহবিল প্রয়ােজন তা নির্ধারণ করা এবং কীভাবে সংগ্রহ করা হবে , কোন উৎস থেকে এবং কখন সংগ্রহ করব ঠিক করতে হবে । বিনিয়ােগের জন্য প্রয়ােজনীয় অর্থের কী পরিমাণ নিজস্ব মূলধন ( equity ) এবং কী পরিমাণ ঋণকৃত মূলধন ( debt capital ) থেকে সংস্থান করা হবে তা নির্ধারণ করাই হচ্ছে । এ সিদ্ধান্তের মূল প্রতিপাদ্য বিষয় ।

    ২. বিনিয়ােগ সিদ্ধান্ত : 
    একজন আর্থিক ব্যবস্থাপকের সর্বপ্রথম কাজ হলাে লাভজনক বিনিয়ােগ প্রকল্প চিহ্নিত করা এবং ঐ প্রকল্পে বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণ করা । অর্থাৎ , কোন কোন প্রকল্পে বা সম্পত্তিতে বিনিয়ােগ করলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সহজ হবে তা নির্ধারণ করা । সে 

    ৩. লভ্যাংশ বণ্টন সিদ্ধান্ত : পরিকল্পিত ও গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে কোম্পানি যে মুনাফা অর্জন করে , তা শেয়ার মালিকদের মধ্যে বন্টনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপককে নিতে হয় । অর্থাৎ , অর্জিত মুনাফার সম্পূর্ণ না আংশিক শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে , তা নির্ধারন করা আর্থিক ব্যবস্থাপককের কাজ । 
    যদি কোম্পানির নিকট লাভজনক বিনিয়ােগ সুযােগ থাকে , তাহলে অর্থসংস্থান করার জন্য মুনাফার সম্পূর্ণ অংশ বন্টন না করে আংশিক বন্টন করা হয় । আংশিক মুনাফা বন্টন করা হলে শেয়ার মূল্যের উপর কি প্রভাব পড়তে পারে তা বিবেচনা কওে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় । তাই কোম্পানির শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ও ভবিষ্যতে বিনিয়ােগের সুযােগ সম্বন্ধে চিন্তাভাবনা করে অর্জিত মুনাফার যে অংশ মালিকদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় , তাকে মুনাফা বন্টন হার ( Dividend payout ratio ) বলা হয়। 


    এসএসসি ১ম সপ্তাহের ফিন্যান্স ব্যাংকিং এসাইনমেন্ট সমাধান ২০২১ Pdf


                            Click Here To Download 

    Tag: ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফিন্যান্স ব্যাংকিং এসাইনমেন্ট সমাধান /উত্তর, এসএসসি ১ম সপ্তাহের ফিন্যান্স ব্যাংকিং এসাইনমেন্ট সমাধান ২০২১, আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর অর্থায়ন ব্যবস্থাপনা  বিষয়ক জ্ঞান সহায়ক - বিষয়টির যৌক্তিকতা নিরূপণ
                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)