২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) উইভিং-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (২য় সপ্তাহ)
নাইলন আঁশের প্রস্তুত প্রণালী ও গুণাবলীর বর্ণনা
সমাধানঃ
নাইলন ৬.৬ প্রস্তুত প্রণালীঃ
নাইলন ৬.৬ প্রস্তুতপ্রণালি কতগুলাে ধাপে সম্পন্ন হয় । নিম্নে ধাপগুলাে দেওয়া হলাে ।
কাঁচামাল : কাঁচামাল হিসেবে হেক্সামিথিলিন ডায়ামিন ও অ্যাডিপিক অ্যাসিড ব্যবহার করা হয় ।
এডিপিক অ্যাসিড প্রস্তুত প্রণালি
কোলটার ( Coalter ) অর্থাৎ পেট্রোলিয়াম হতে প্রথমে ফেনল ( phenol ) সংগ্রহ করা হয় । এই ফেনলকে হাইড্রোজেনেশন করে সাইক্রোহেক্সানল ও পরে অক্সিডেশন করে অ্যাডিপিক অ্যাসিড প্রস্তুত করা হয় ।
হেক্সামিথিলিন ডায়ামিন প্রস্তুত প্রণালি
উপরােক্ত অ্যাডিপিক অ্যাসিডের সাহায্যে হেক্সামিথিলিন ডায়ামিন প্রস্তুত করা হয় । অ্যাডিপিক অ্যাসিড ক্যাটালিস্ট ( ফসফরিক অ্যাসিড ও বােরন সালফেট ) এর উপস্থিতিতে অ্যামােনিয়ার সাথে ডিহাইড্রেট হয়ে অ্যাডিপােনাইট্রাইল তৈরি করে । পরে এই অ্যাডিপােনাইট্রাইল নিকেলের উপস্থিতিতে রিডিউজড হয়ে হেক্সামিথিলিন ডায়ামিন গঠন করে।
পলিমারাইজেশন ও উৎপাদন
হেক্সামিথিলিন ডায়ামিন ও অ্যাডিপিক অ্যাসিড বিক্রয়া করে মিথাইল অ্যালকোহলের উপস্থিতিতে নাইলন সল্টকে একটি বন্ধ পাত্রে তাপ দেওয়া হয় । ফলে নাইলন সল্ট পানি বের করে দেয় ও হেক্সামিথিলিন অ্যাডিপ্যামাইড গঠন করে যা পরবর্তীতে পলিমারাইজেশন হয়ে আরও পানি বের করে দেয় ও নাইলন পলিমার গঠন করে । পরে এই পলিমারকে ২৮০ সে , তাপমাত্রায় ৮ ঘণ্টা যাবৎ তাপ দেওয়া হয় ফলে এটা একবার গলে ও জমাট বেঁধে সম্পূর্ণ পলিমারাইজেশন শেষ করে । এই পলিমারগুলিকে প্রথমে রিবন আকারে ও পরে ব্যবহারের উদ্দেশ্যে চিপস -এ টুকরাে টুকরাে হয় এবং স্পিনিং সেকশনে প্রেরণ করা হয় ।
নাইলন ৬.৬ এর ভৌত গুণাবলীঃ
নাইলন ৬.৬ এর ব্যবহার
১ ) প্যারাসুট কাপড় , কর্ড , হারনেস কর্ড , সেলাই সুতা ইত্যাদিতে ব্যবহৃত হয় ।
২ ) ল্যাডিজ হুজ ( Hose ) তৈরিতে ব্যবহৃত হয় ।
৩ ) দড়ি , মটর ও অ্যারােপ্লেনের টায়ার কর্ড হিসেবে ব্যবহৃত হয় ।
৪ ) পিভিসি -এর উপর নাইলনের প্রলেপ দিয়ে তারপুলিন তৈরি হয় ।
৫ ) লিঙ্ক বেল্ট ও জয়েন্ট ডিস্ক ইত্যাদি
৬ ) টাইপ রাইটারের রিবন ।
৭ ) ছােট ফিশিং বােট ( Boat )
৮ ) ফিল্টার কাপড় ।
৯ ) কার্পেট , অ্যাপারেল ।
এসএসসি (ভোকেশনাল) ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর উইভিং-১ (২য় পত্র)
Tag: ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) উইভিং-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (২য় সপ্তাহ), এসএসসি (ভোকেশনাল) ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর উইভিং-১ (২য় পত্র), নাইলন আঁশের প্রস্তুত প্রণালী ও গুণাবলীর বর্ণনা
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)