২০২১ সালের এসএসসি/ দাখিল ভোকেশনাল কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (১ম সপ্তাহ)
তথ্য ও ব্যবস্থাপনায় ডাটাবেজ সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ
সমাধান
ডাটাবেজের ধারণাঃ
ডাটা ( Data ) শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ ( Base ) শব্দের অর্থ ঘাঁটি বা সমাবেশ । পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডাটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেজ । অর্থাৎ database is a collection of related data Elmarsi & Navathe .
কোনাে একটি প্রতিষ্ঠানের সমগ্র ডাটা ঐ প্রতিষ্ঠানের ডাটাবেজে সংরক্ষিত থাকে । বর্তমানে ডাটাবেজের আওতায় এক বা একাধিক ডাটা টেবিল , কোয়েরিং , ফর্ম , রিপাের্ট , ম্যাক্রো , মডিউল ইত্যাদি ফাইল থাকতে পারে ।
আমাদের চারপাশে অজস্র তথ্য ও উপাত্ত ছড়িয়ে - ছিটিয়ে আছে । তবে এ সমস্ত তথ্যের সমাবেশকে ডাটাবেজ বলা যাবে না । কারণ ডাটাবেজ হচ্চে সেই সকল ডাটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছ । যেমন- ভােটার তালিকায় সংরক্ষিত ভােটারদের তথ্যসমূহ , কোনাে কম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডাটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায় ।
অর্থাৎ ডাটাবেজ হচ্ছে ডাটাসমৃদ্ধ সমস্ত তথ্যের সমাবেশকে ডাটাবেজ বলা যাবে না । কারণ ডাটাবেজ হচ্চে সেই সকল ডাটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছ । যেমন- ভােটার তালিকায় সংরক্ষিত ভােটারদের তথ্যসমূহ , কোনাে কম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডাটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায় । অর্থাৎ ডাটাবেজ হচ্ছে ডাটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি ।
ডাটাবেজ সফটওয়্যারসমূহের তালিকাঃ
যে সফটওয়্যার এর সাহায্যে কোন ডাটা সংরক্ষণ করে প্রয়ােজনানুসারে ঐগুলাে সাজানাে বা কাজে লাগানাে যায় তাকে ডাটা সফটওয়্যার বলা হয় । নিন্মে ডাটাবেজ সফটওয়্যারসমূহের তালিকা উল্লেখ করা হলােঃ
১. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
২. রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার
ডাটাবেজের প্রয়ােগক্ষেত্রঃ
ব্যাংক ও বীমার গ্রাহকদের হিসাব - নিকাশ সংরক্ষণ করা যায় । হাসপাতালে রােগীদের রেকর্ড সংরক্ষণ । রেলওয়েতে ও এয়ার লাইন্সে টিকিটিং ও ফ্লাইটের সিডিউলিং করা ।
• শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি ।
• বৃহৎ প্রতিষ্ঠানের কর্মীদের রেকর্ড সংরক্ষণ ।
• ইলেকট্রোনিক কমার্সে ( ই - কমার্স ) ।
* জনসংখ্যা তথ্য সংরক্ষণ ।
*কোনাে প্রতিষ্ঠানের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি ইত্যাদি ।
• সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের ডাটাবেজ তৈরি ।
*আদমশুমারি ও তালিকা তৈরি করার ক্ষেত্রে ।
*হাসপাতালে রােগী এবং এ সংক্রান্ত অন্যান্য তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজে ।
ডাটাবেজের ব্যবহারঃ
অপারেশনের সময়
ব্যবসায় অপারেশনের সময় অপারেশন সম্পর্কিত সমস্ত তথ্য রক্ষা করা হয় । ব্যবসায় কার্যক্রম সঠিকভাবে চলার জন্য বিভিন্ন বিভাগে ভাগ করা হয় যেমন : ফিন্যান্স , মার্কেটিং , উৎপাদন , হিউম্যান রির্সোস ইত্যাদি ।
এ সকল কার্যক্রম সম্পর্কিত কিছু তথ্য হচ্ছে
ক . ব্যবসার একাউন্ট
খ , কর্মচারী ডাটাবেজ
গ . ডিপার্টমেন্টের ডাটাবেজ
ঘ , প্রতিদ্বন্দ্বী ডাটাবেজ
ঙ . বৃদ্ধি ডাটাবেজ করপােরেট ডাটাবেজের ব্যবহার
করপােরেট ডাটাবেজের ব্যবহার
১। বিভিন্ন পােরেট প্রতিষ্ঠান যেমন শিল্প - কারখানায় উৎপাদন , মজুদ পরিমাণ , স্টোর ইত্যাদি বিশ্লেষণের জন্য ডাটাবেজ ব্যবহার করা হয়।
২। কলকারখানায় আয় - ব্যয় হিসেবের জন্যও ডাটাবেজ ব্যবহার করা হয় ।
৩। কলকারখানায় চাহিদা - অর্ডার বিশ্লেষণের জন্য ডাটাবেজ ব্যবহার করা হয় ।
৪। করপােরেট প্রতিষ্ঠান ( যেমন এয়ার লাইনস ) বিভিন্ন দেশের বিমানের রির্জাভেশন ও সিডিউলিং ইত্যাদির তৈরির ক্ষেত্রে ডাটাবেজ ব্যবহার করা হয় ।
৫। কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণের জন্য ডাটাবেজ ব্যবহার করা হয় ।
ব্যাংকিং এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানে ডাটাবেজের ব্যবহার
১। প্রতিষ্ঠানে কর্মচারীদের প্রয়ােজনীয় তথ্যাবলি ( ডাটাবেজ যেমন- নাম , পিতার নাম , মাতার নাম , জন্ম তারিখ , বয়স , জাতীয় পরিচিতি নম্বর ইত্যাদি ) সংরক্ষণের জন্য একধরনের ডাটাবেজ ব্যবহার করা হয় ।
২। গ্রাহকের প্রয়ােজনীয় তথ্যাবলি ( যেমন নাম , পিতার নাম , মাতার নাম , জন্ম তারিখ , বয়স , জাতীয় পরিচিতি নম্বর , একাউন্ট বিবরণী সংরক্ষণের জন্য ব্যাংকিং ডাটাবেজ ব্যবহার করা হয় ।
৩। গ্রাহকের একাউন্ট বিবরণী সংরক্ষণের জন্য ব্যাংকিং ডাটাবেজ ব্যবহার করা হয় ।
৪। ব্যালেন্স সংরক্ষণের জন্য ব্যাংকিং ডাটাবেজ ব্যবহার করা হয় ।
৫। লােন বিবরণী সংরক্ষণের জন্য ব্যাংকিং ডাটাবেজ ব্যবহার করা হয় ।
এসএসসি/দাখিল ভোকেশনাল ১ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ (২য় পত্র)
Tag: ২০২১ সালের এসএসসি/ দাখিল ভোকেশনাল কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (১ম সপ্তাহ), এসএসসি/দাখিল ভোকেশনাল ১ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ (২য় পত্র), তথ্য ও ব্যবস্থাপনায় ডাটাবেজ সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)