যুক্তিবিদ্যার ধারণায় এর পরিধি পাওয়া যায় পর্যালােচনা কর -২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের যুক্তিবিদ্যা ১ম পত্র এসাইনমেন্ট সমাধান ও উত্তর ২০২১ (১ম সপ্তাহ) | Hsc Logic Assignment answer 2021

যুক্তিবিদ্যার ধারণায় এর পরিধি পাওয়া যায় পর্যালােচনা কর -২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের যুক্তিবিদ্যা ১ম পত্র এসাইনমেন্ট সমাধান ও উত্তর ২০২১ (১ম সপ্তাহ) | Hsc Logic Assignment answer 2021

যুক্তিবিদ্যার ধারণায় এর পরিধি পাওয়া যায় পর্যালােচনা কর -২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের যুক্তিবিদ্যা ১ম পত্র এসাইনমেন্ট সমাধান ও উত্তর ২০২১ (১ম সপ্তাহ) | Hsc Logic Assignment answer 2021

       
       
       

    যুক্তিবিদ্যার ধারণায় এর পরিধি পাওয়া যায় পর্যালােচনা কর ।

    যুক্তিবিদ্যার উৎপত্তিঃ যুক্তিবিদ্যা চর্চার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে । পৃথিবীর বিভিন্ন প্রান্তে স্বাধীনভাবে যুক্তিবিদ্যার চর্চা শুরু হয় । এর মধ্যে উল্লেখযােগ্য হলাে মিশর , চীন , ভারতীয় উপমহাদেশ এবং গ্রিস । প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটলের হাতেই পদ্ধতিগত জ্ঞানশাখা হিসেবে যুক্তিবিদ্যার সূচনা হয় । মধ্যযুগে কয়েকজন স্কলাস্টিক দার্শনিক ও মুসলিম দার্শনিকগণ যুক্তিবিদ্যার চর্চা করেন । সমকালে রাসেল , ফ্রেগে , পিনাে , ডি মরগ্যান , জন ভেন , হােয়াইটহেড প্রমুখ প্রতীকী ও গাণিতিক যুক্তিবিদ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রা

    যুক্তিবিদ্যার ধারণাঃ যুক্তিবিদ্যার ইংরেজী প্রতিশব্দ ' Logic ' এর উৎপত্তি হয়েছে গ্রীক শব্দ ' Logike ' থেকে । ' Logike ' শব্দটি আবার গ্রীক শব্দ ' Logos ' এর বিশেষণ । Logos ' শব্দের অর্থ হলাে চিন্তা বা ভাষা।আমরা জানি যে , চিন্তার সাথে ভাষার সম্পর্ক অবিচ্ছেদ্য।আমাদের মনের চিন্তাধারাকে আমরা সব সময়েই ভাষার মাধ্যমে প্রকাশ করি । সুতরাং উৎপত্তিগত অর্থ যুক্তিবিদ্যা হলাে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান ।

     এরিস্টটল এর মতেঃ এরিস্টটল যুক্তিবিদ্যাকে জ্ঞানের পদ্ধতি নির্দেশকারী প্রারম্ভিক বিজ্ঞান বলেছেন । তার মতে যুক্তিবিদ্যার হল জ্ঞানের পদ্ধতি নির্দেশ করা । জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখা প্রশাখা সুনির্দিষ্ট নিয়ম নীতির অনুসরণ করে , সেটা কলা কিংবা বিজ্ঞান যাই হােক না কেন । আর যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান হিসেবে এসবের জন্য নিয়মনীতি সরবরাহ করে । যুক্তিবিদ্যার কাজই হল একটি চিন্তা বা আলােচনা কীভাবে সঠিক প্রক্রিয়ায় ব্যক্ত করা যায় তা নির্দেশ করা কিংবা কীভাবে উপস্থাপন করলে তাকে বৈধ বা অবৈধ বলা যাবে তা বলে দেয়া । এ কারণেই এরিস্টটল যুক্তিবিদ্যা প্রসঙ্গে এ মন্তব্য করেন ।

    জে . এস . মিলের যুক্তিবিদ্যার ধারণা ( J.S.Mill on Logic ) :- দার্শনিক ও ইতিহাসবিদ জেমস মিল ও তাঁর স্ত্রী হ্যারিয়েট ব্যারাের ঘরে জন্মগ্রহণ করেন উনিশ শতকের সবচেয়ে প্রভাবশালী ব্রিটিশ দার্শনিক , অর্থনীতিবিদ , নৈতিক ও রাজনৈতিক তাত্ত্বিক জন স্টুয়ার্ট মিল ( ১৮০৬-১৮৭৩ ) । জে . এস . মিল যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার ক্ষেত্রে অনন্য অবদান রাখেন । তিনি মনে করেন যে , অবরােহ ও আরােহ যুক্তিবিদ্যার এ দুটি শাখার নিয়মই হলাে সত্য ও জ্ঞান অনুসন্ধান করা । তাঁর মতে , অবরােহ যুক্তিবিদ্যা প্রতিষ্ঠিত সত্যের আলােকে আমাদের সত্য অনুসন্ধানকে সামঞ্জস্যপূর্ণ করে এবং বিজ্ঞানের যুক্তিবিদ্যা বা আরােহ যুক্তিবিদ্যা সত্য আবিষ্কারের জন্য আমাদেরকে প্রয়ােজনীয় নিয়ম সরবরাহ করে । মিল তাঁর A System of Logic গ্রন্থে যুক্তিবিদ্যার সংজ্ঞায় বলেন , যুক্তিবিদ্যা হলাে আমাদের জ্ঞানগত প্রক্রিয়া পরিচালনার জন্য এমন বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপণীত হওয়ার জন্য প্রয়ােজনীয় বুদ্ধিগত কাজ ও বৌদ্ধিক ক্রিয়ার মানসিক প্রক্রিয়াসমূহ সম্পর্কে আলােচনা করে । 

     যুক্তিবিদ্যা সম্পর্কে যােসেফের ধারণা ( Joseph on Logic ) :- ব্রিটিশ অধ্যাপক হােরস উইলিয়াম ব্রিন্ডলে যােসেফ তাঁর An Introduction to Logic বইয়ে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ধারণ করার চেষ্টা করেন।তিনি তাঁরবইয়ের ‘ On the General Character of the Inquiry ' নামক অধ্যায়ে যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান হিসেবে উপস্থাপন করেন । যােসেফ মনে করেনযে , যুক্তিবিদ্যা বিজ্ঞান হিসেবে নিজস্ব আলােচ্য বিষয়ের মূলনীতি ব্যাখ্যা করে । যেমন , যুক্তিবিদ্যা সংজ্ঞার নিয়ম , যৌক্তিক বিভাজনের মূলনীতি , অনুমানের নিয়মাবলি নিয়ে আলােচনা করে । যুক্তিবিদ্যার বিষয়বস্তু হলাে চিন্তা । এ চিন্তা হলাে যুক্তিযুক্ত চিন্তা । যেসব বিষয় নিয়ে চিন্তা করি তার নিয়ম নিয়ে আলােচনা করা যুক্তিবিদ্যার কাজ । যােসেফের মতে , যুক্তিবিদ এমন একটি বিজ্ঞান যা চিন্তার সাধারণ নিয়মগুলাে সম্পর্কে আলােচনা করে । যুক্তিবিদ্যা আমাদের চিন্তার আকারের সাথে সম্পর্কিত । তিনি বলেন যুক্তিবিদ্যা হলাে চিন্তা বিষয়ক বিজ্ঞান বা অধ্যয়ন ।

    যুক্তিবিদ্যা সম্পর্কে আই . এম . কপির ধারণা ( I. M. Copi on Logic ) :-আমেরিকান অধ্যাপক আরভিং মারমার কপি ( ১৮ জুলাই ১৯১৭-১৯ আগস্ট ২০০২ ) যুক্তিবিদ্যার মূল কাজকে বিবেচনায় নিয়ে যুক্তিবিদ্যা সম্পর্কে আলােচনা করেছেন । কপি মনে করেন যে , জীবনের প্রতিটি ক্ষেত্রেযুক্তিবিদ্যা ব্যবহার করা যায় । যুক্তিবিদ্যার পাঠ আমাদের শুদ্ধ যুক্তি থেকে অশুদ্ধ যুক্তি পার্থক্য করতে সহায়তা করে , জ্ঞান অনুসন্ধানকে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের আগ্রহের যে কোনাে বিষয় বুঝতে সাহায্য করে । যুক্তিবিদ্যা আমাদের বুদ্ধিগত যােগ্যতাকে প্রসারিত করে এবং বাস্তব করে তােলে । যুক্তিবিদ্যা সকল ক্ষেত্রে গ্রহণযােগ্য ও শুদ্ধ যুক্তি গঠনে সাহায্য করে ।

    যুক্তিবিদ্যার স্বরূপঃ যুক্তিবিদ্যা আমাদেরকে যেমন যুক্তি ব্যবহারের কিছু নিয়ম - কানুন শিক্ষা দেয় , তেমনি সেগুলাে প্রয়ােগের পদ্ধতিও শেখায় । তাই যুক্তিবিদ্যা যেমন বিজ্ঞান , তেমনি কলাবিদ্যা । বিজ্ঞান হলাে কোনাে নির্দিষ্ট নিয়ম অনুসারে প্রকৃতির কোনাে | একটি বিষয়কে পদ্ধতিগতভাবে জানা । জ্ঞান অর্জনই হলাে বিজ্ঞানের মূল লক্ষ্য । কলাবিদ্যা হলাে কোনাে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আমাদের অর্জিত জ্ঞানকে বাস্তবক্ষেত্রে কাজে লাগানাে । কলার কাজ হলাে কাজে দক্ষতা অর্জন করা । | যুক্তিবিদ্যা একটি জ্ঞানশাখা হিসেবে আমাদেরকে তাত্ত্বিক জ্ঞান দেয় এবং এ জ্ঞানের চর্চার মাধ্যমে আমরা বিশেষ দক্ষতা অর্জন করি । তাই , যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই। 

     যুক্তিবিদ্যার পরিসরঃ যুক্তিবিদ্যার পরিধি অত্যন্ত ব্যাপক বলে এর আলােচনার বিষয়বস্তু অনেক বেশি । এ প্রধান আলােচ্য বিষয় হলাে ভাষায় | প্রকাশিত চিন্তা । আর এ জন্য যে বিষয়গুলাে অনিবার্যভাবে এর আলােচনার আওতায় পড়ে তা হলাে- চিন্তার মৌলিক সূত্র , যুক্তিবাক্য ও তার শ্রেণিবিভাগ , পদ ও পদের ব্যাপ্যতা , যৌক্তিক বিভাজন , যৌক্তিক সংজ্ঞা , অনুমানের প্রক্রিয়া হিসেবে অবরােহ ও আরােহ , নিরীক্ষণ , পরীক্ষণ , প্রকৃতির নিয়মানুবর্তিতা নিয়ম , কার্যকারণ সম্পর্ক , প্রকল্প , ব্যাখ্যাকরণ , প্রতীকী যুক্তিবিদ্যা এবং সর্বোপরি যুক্তির বৈধতা বিচার প্রণালী । প্রকৃতপক্ষে , জ্ঞান - বিজ্ঞানের যে কোনাে শাখা প্রত্যক্ষ বা পরােক্ষ ভাবে যুক্তিবিদ্যার আলােচ্য বিষয়ের সাথে সম্পর্কিত। 

     এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র এসাইনমেন্ট সমাধান ও উত্তর ২০২১ (১ম সপ্তাহ)

     Hsc Logic Assignment answer 2021

    Tag:যুক্তিবিদ্যার ধারণায় এর পরিধি পাওয়া যায় পর্যালােচনা কর -২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের যুক্তিবিদ্যা ১ম পত্র এসাইনমেন্ট সমাধান ও উত্তর ২০২১ (১ম সপ্তাহ), Hsc Logic Assignment answer 2021

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)