প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদত করা যায় , তার একটি তালিকা তৈরি কর ।
Class 6 Islam And Moral Education Assignment Answer 2021 (7th Week)
ষষ্ঠ শ্রেণির ৭ম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান ২০২১
- ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত ,
- ইবাদতে মালি বা আর্থিক ইবাদত ,
- ইবাদতে মালি ও বাদানি বা শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত ।
‘ গােসল ' আরবি শব্দ । এর অর্থ ধৌত করা । ইসলামি শরিয়তের পরিভাষায় পবিত্রতা অর্জন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধােয়াকে গােসল বলে ।
গােসলের ফরজ তিনটি । যথা
১. গড়গড়া করে কুলি করা ।
২. নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌছানাে ।
৩ , সমস্ত শরীর পানি দিয়ে ধােয়া ।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদত করা যায় তার একটি তালিকা প্রস্তুত করা হলাে :
১. নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ।
২. প্রত্যেক দিন কুরআন মাজীদ তিলাওয়াত করা ।
৩. খেতে বসলে ' বিসমিল্লাহ ' বলে খাওয়া শুরু করা । তাহলে যতক্ষণ খাওয়ার মধ্যে থাকবাে ততক্ষন আল্লাহ তা'আলার রহমত পেতে থাকবাে । এটি হচ্ছে এক ধরনের ইবাদত ।
৪. পড়ার সময় ' বিসমিল্লাহ বলে পড়া শুরু করা । তাহলে যতক্ষণ পড়ালেখা করবাে ততক্ষণই তা ইবাদত হিসেবে গণ্য হবে ।
৫. স্কুলে যাবার সময় ' বিসমিল্লাহ ' বলে যাত্রা শুরু করা । তাহলে রাস্তাঘাট এর সকল বিপদ - আপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন ।
৬. রাস্তায় চলাচলের সময় যদি দেখি একজন অন্ধ লােক রাস্তা পার হতে পারছে না তাহলে তাকে হাত ধরে রাস্তা পার করে দিলেও তা আল্লাহ তা'য়ালার নিকট ইবাদত হিসেবে গণ্য হবে ।
৭. ঘুমানাের সময় ঘুমের দোয়া পড়ে ঘুমানাে । তাহলে যতক্ষণ ঘুমিয়ে থাকব ততক্ষণ তা মহান আল্লাহ তা'আলার নিকট ইবাদত হিসেবে গণ্য হবে ।
এমনিভাবে সব সময় দিন রাত ২৪ ঘন্টা আমরা ইবাদতে মশগুল থাকতে পারব । ইবাদত করলে মহান আল্লাহ তা'আলা খুশি হন । এতে দুনিয়ার জীবন সুখময় হয় । পরকালে পরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায় । আর যারা ইবাদত করে না , আল্লাহর নির্দেশিত পথে চলে না , আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন । তারা দুনিয়াতে শান্তি পায় না । পরকালেও তাদেরকে জাহান্নামের কঠোর শাস্থি ভোগ করতে হবে।
Tag:প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদত করা যায় , তার একটি তালিকা তৈরি কর ,Class 6 Islam And Moral Education Assignment Answer 2021 (7th Week), ষষ্ঠ শ্রেণির ৭ম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট সমাধান ২০২১

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)