ষষ্ঠ শ্রেণির (ষষ্ঠ/৬ষ্ট সপ্তাহের) গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১ | Class 6 Six 6th Week Home Science Assignment Answer 2021

 

১। শিশুর বয়সের উপর ভিত্তি করে শিশুকালের  বিভিন্ন নামকরণ করা হয়েছে । নিম্নোক্ত ছকে নাম অনুযায়ী শিশুকালের বয়সসীমা এবং তাদের বৈশিষ্ট্য লিখ ।

       
       
             

    ষষ্ঠ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১

    আঠারাে বছর বয়সের নিচে সবাই শিশু । কিন্তু এই শিশু বিভিন্ন বয়সে নানা ধাপ পেরিয়ে পূর্ণ বয়সে এসে পৌছায়।  বয়স অনুযায়ী শিশুর  বৈশিষ্ট্য একেক রকমের।বয়সের সাথে বদলে যাওয়া আচরণ ও বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক জ্ঞান থাকা দরকার প্রত্যেক মা - বাবার । শিশুর বৃদ্ধি একটা ধারাবাহিক প্রক্রিয়া । এক একটা বয়সে শিশুর এক একটা কাজ করা উচিত । একে বলে বিকাশের স্তর ৷ প্রত্যেকটি শিশু পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য । তাই বয়স অনুযায়ী শিশু কাজকর্ম করছে কি না সেদিকে নিয়মিত নজর রাখা উচিত প্রত্যেক মা - বাবারা একটি সদ্যোজাত শিশু কিংবা একটি ৫ বছরের শিশুর বৈশিষ্ট্য এক নয় ৷ তাই বিভিন্ন বয়সের বৈশিষ্টের উপর জিডি করে শিশুকালকে বিভিন্ন নামকরণ করা হয়েছে । যথা- নবজাতক কাল , অতি শৈশব ,প্রারম্ভিক শৈশব এবং মধ্য শৈশব ৷ নিম্নোক্ত ছকে শিশুর বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন শিশুকালের বয়সসীমা এবং তাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হলোঃ-

    ষষ্ঠ শ্রেণির (ষষ্ঠ/৬ষ্ট সপ্তাহের) গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১ | Class 6 Six 6th Week Home Science Assignment Answer 2021

    Class 6 Six 6th Week Home Science Assignment Answer 2021

    তুমি কী সব বয়সের শিশুর সাথে একই ধরনের আচরণ করবে ? যুক্তি দিয়ে বােঝাও ।

    উত্তরঃ-বিভিন্ন বয়সের শিশুদের শরীর ও মনে নানা ধরণের পরিবর্তন ঘটে । এ সময়ে ছেলেমেয়েরা যেমন দ্রুত বেড়ে উঠতে থাকে।তেমনি তাদের চিন্তা চেতনায় দেখা দেয় ব্যাপক পরিবর্তন ৷ তাই বিভিন্ন বয়সী শিশুদের প্রতি আমাদের আচরণও ভিন্ন হওয়া উচিত । 

    বিভিন্ন বয়সী শিশুদের প্রতি আমার আচরণ কেমন হওয়া উচিত তা নিচে আলোচনা করা হল ।

    নবজাতক শিশুরা দিনের বেশিরভাগ সময় ঘুমেই কাটিয়ে দেয় ৷ তাদের মাংসপেশি নরম তুলতুলে থাকায় পেশি সঞ্চালন ক্ষমতা নিয়ন্ত্রণে থাকে না ৷ সদ্যজাত শিশুর হাত ও বাহুর পেশি তুলনামূলকভাবে গলা ও পায়ের পেশির চাইতে মজবুত হয় ৷ এ বয়সের শিশুদের অস্থি নরম ও নমনীয় থাকে এবং সহজেই বেঁকে বা ভেঙে যেতে পারে । তাই আমাদের উচিত তাদের ঘুমে বিঘ্ন না ঘটানাে এবং তাদেরকে কোলে নেওয়ার ক্ষেত্রে সাবধান ও সতর্ক থাকা উচিত।

    অতিশৈশবকালে শিশুদের বিকাশ খুব দ্রুত হয়। খাদ্য , পুষ্টি , যত্ন দ্রুত বাবা - মায়ের আকার আকৃতি ইত্যাদি কারণে বিভিন্ন শিশুর বৃদ্ধি বিভিন্ন রকম হয় ৷ উপযুক্ত খাদ্য শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে । এ সময়ে তাদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবে । আর মস্তিষ্কের বিকাশের জন্য তাদের জন্য দরকার স্নেহ , ভালােবাসা ও উদ্দীপনার । প্রারম্ভিক শৈশবকাল সময়টা শিশুর আনন্দের সময় ৷ পৃথিবীটা তার কাছে একটা বিস্ময় এসময় তারা যে কোনো বিষয়ে আগ্রহ ও কৌতুহলী হয়ে থাকে সে সবকিছু শিখতে চায় । প্রত্যেক বিষয়ে সে অনর্গল প্রশ্ন করে । এ সকল প্রশ্নের মাধ্যমেই তার বুদ্ধির বিকাশ ঘটে । তাই শিশুদের এ রকম হাজারো প্রশ্নে বিরক্ত হয়ে তাকে ধমক দিয়ে থামিয়ে দেওয়া ঠিক নয় । এ সময়ে তাদের সকল প্রশ্নের উত্তর সহজভাবে দিয়ে তাকে বেশি উৎসাহী করে তুলতে হবে ৷ আমাদের উচিত তাদের কথা মনােযােগ দিয়ে শােনা , তাদের সময় দেওয়া । আমাদের উচিত এ সময়ে তাদেরকে গান , ছড়া , গল্প শােনানাে , তাদের সাথে খেলাধুলা করা এবং নতুন নতুন বিষয় সম্পর্কে তাদের ধারণা দেওয়া ।


    Tag:ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির (ষষ্ঠ সপ্তাহের) গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১,  Class 6 Six 6th Week Home Science Assignment Answer 2021

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)