অপরিচিতা ' গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনােভাবের পরিচয় ।

 

অপরিচিতা ' গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনােভাবের পরিচয় ।

       
       
             

    অপরিচিতা ' গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনােভাবের পরিচয় ।

    উত্তরঃ-অপরিচিতা গল্পে সেই অপরিচিতা মেয়ে কল্যাণীর বিয়ে ঠিক করা হয় । উচ্চশিক্ষিত কিন্তু ব্যক্তিত্বরহিত এবং পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র অনুপমের সাথে । অনুপমের আসল অভিভাবক তার মামা , যিনি সব সময় চাইতেন অনুপমের এমন পরিবারে বিয়ে হােক যাদের আর্থিক অবস্থা বেশ ভালাে হলেও যৌতুক দিতে কৃপণতা করবে না । শম্ভুনাথ সেন অর্থাৎ কল্যাণীর বাবা ঠিক তেমনই ছিলেন । তাও পণের পরিমাণে ঠকে যান কিনা তা দেখতে অনুপমের মামা বিয়ে বাড়িতেই সেকরা নিয়ে হাজির হন । মেয়ের গয়না সব পরখ করে তিনি বুঝতে পারেন তাতে কোনাে খাদ নেই ।

    সেই সময় তিনি সব গয়নার তালিকাও করে নিয়েছিলেন , পাছে মেয়ের বাবা কোন গয়না লুকিয়ে না ফেলে । যা ছিল মেয়ের বাবার কাছে খুবই অসম্মানের । ফলে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন এরকম যৌতুক নিয়ে চরম অবমাননাকালে কন্যা সম্প্রদান অসম্মতি জানান এবং বিয়ে ভেঙে দেন । এ নিয়ে শম্ভুনাথ সেন এর কোন আক্ষেপ ছিল না ।

    এরপর প্রায় চার বছর কেটে যায় । আর এই চার বছরে কল্যাণী পড়াশুনা করে দেশমাতৃকার সেবায় আত্মনিয়ােগ করেছে । মেয়েদের শিক্ষা গ্রহণ করেছে । আর তার এসব বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণ এবং শুচিশুভ্র আত্মপ্রকাশ ভবিষ্যতের নতু নারীর আগমনে ইঙ্গিতেরই পরিসমাপ্তি।




    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com