৭ম শ্রেণীর বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ -৪র্থ সাপ্তাহ | Class 7 Science Assignment Answer 2021

আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই পোস্টে তোমাদের ৭ম শ্রেণির ৪র্থ সাপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ নিয়ে হাজির হয়েছি।
       
       
             

    ৭ম/সপ্তম শ্রেণীর বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ 

    ৭ম শ্রেণীর বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১


    প্রশ্ন -১ তােমার বাড়ির দেয়ালে অথবা আশে পাশের দেয়ালে যে সাদা ও সবুজ রং কি কারনে হয় বলে তুমি মনে করাে ? 

    উত্তরঃ আমার বাড়ির দেয়ালে অথবা আশে পাশের দেয়ালে সাদা ও সবুজ রঙ ছােপ ছােপ আকৃতির হয় তার কারণ হচ্ছে বিভিন্ন প্রকারের শৈবালের অবস্থান।এই জন্য বাড়ির আশে পাশের দেয়ালে বা অন্য কিছুর উপর পৃষ্ঠে সবুজ বা সাদা রঙ সৃষ্ট হয়ার জন্য সাধারনত শৈবাল দায়ী ।

    এই ধরনের শৈবালের কিছু বৈশিষ্ঠ্যঃ 

    ১ শৈবাল সাধারনত অনুজীব 

    ২। এরা এককোষী বা বহুকোষী হয়ে থাকে ।

    ৩। এরা সাধারনত মাটি , পানি ও গাছের ডালের জন্মায়।

    ৪। এদের দেহে কোন পরিবহন কলা থাকে না । 

    ৫। এদের রঙ সবুজ , সাদা বাদামি , লাল ইত্যাদি বর্ণের হয়ে থাকে । 

    আমরা প্রশ্নের সাথে শৈবালের বৈশিষ্ঠ্য মিল থাকাতে বুঝতে পারি যে , শৈবালের কারনের আমাদের বাড়ির আশে পাশে এই ধরনের রঙের সৃষ্টি হয় ।

    প্রশ্ন -২ তােমার তােমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া কি কারনে হয় বলে তুমি মনে করাে ?

     উত্তরঃ ডায়রিয়ার বা বিভিন্ন রােগের জীবাণু যেসকল কারণে আমাদের শরীরে প্রবেশ করতে পারে তা নিচে তুলে ধরা হলাে - 

    ১। ময়লা হাতে খাবার খেলে 

    ২। জীবাণুযুক্ত পানি পান করলে 

    ৩ | পচা বাসি খাবার খেলে 

    ৪ | খাবার পাত্র ময়লা থাকলে 

    ৫। টয়লেটের আগে ও পরে সাবান দিয়ে হাত না ধুলে 

    ৬। অপরিষ্কার হাতে চোখে , মুখে ও নাকে হাত দিলে।


    প্রশ্ন -৩ স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তােমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে যৌক্তিকতা নিরুপণ কর ?

     উত্তরঃ প্রথমে আমি বলতে চাই স্বাস্থ্যসম্মত পায়খানার অভাবে ডায়রিয়রসহ বিভিন্ন রােগ ছড়ায় । স্বাস্থ্যসম্মত পায়খানা না থাকার কারণে মলমূত্র বৃষ্টির পানির সাথে মিশে পুকুর , নদী - নালা , খাল - বিল ইত্যাদি জলাশয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন রােগের সৃষ্টি করে । এছাড়াও মাটিতে জন্মানাে বিভিন্ন শাক - সজিতেও এর জীবানু ছড়িয়ে পড়তে পারে । তাই আমাদের স্বাস্থ্যসম্মত পায়খানা অবশ্যই নিশ্চিত করতে হবে ।

    আমরা জানি পানি ছাড়া কোন প্রাণীই বাচতে পারে না । তাই পানির অপর নাম জীবন । কিন্তু বিশুদ্ধ পানি ছাড়া স্বাস্থ্যসম্মত জীবন ভাবতে পারি না । কারণ দূষিত পানি পান করার ফলে আমাদের বিভিন্ন ধরনের পানিবাহিত রােগ যেমন- ডায়রিয়া , কলেরে , টায়ফয়েড ইত্যাদি হতে পারে । এই জন্য আমাদের নিরাপদ পানি ব্যবহার করা আবশ্যক । 

    অবশেষে আমরা বলতে পারি স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি আমাদের জীবনে আবশ্যক ।

    Tag:৭ম শ্রেণীর বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১, Class 7 Science Assignment Answer 2021,সপ্তম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     


     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন