একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন কোন বৈশিষ্ট্য তােমার মধ্যে আছে ? আর কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও এবং কেন ?
ষষ্ঠ -৬ষ্ট শ্রেণির ৫ম সপ্তাহের কর্ম ও জীবনমুখী এসাইনমেন্ট উত্তর ও সমাধান ২০২১
উত্তরঃ-আত্ম ’ অর্থ “ নিজ ’ আর ‘ মর্যাদা ’ অর্থ ‘ সম্মান ’ । কাজেই আত্মমর্যাদা বলতে নিজের সম্মানকে বােঝায়- “ আত্মমর্যাদা ” হচ্ছে নিজের প্রতি নিজের বিশ্বাস ও সম্মানবােধ । কাজের মাধ্যমে অর্জিত হয় মর্যাদা । আমাদের আত্মমর্যাদার প্রকাশ ঘটে কাজের মাধ্যমেই । বুদ্ধিমানেরা নিজের ওপর নির্ভর করে , আর বােকারা নির্ভর করে অন্যের ওপর । কাজেই নিজের কাজ নিজে করাটাই আত্মমর্যাদার পরিচায়কা মানুষ হিসেবে আমাদের লজ্জাবােধ থাকা উচিত । অন্যায় করলে আমরা লজ্জিত হই । আমাদের এই আচরণই আত্মমর্যাদার পরিচয় বহন করে । শি । আত্মমর্যাদা সম্পন্ন মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের নিজের কোন শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা থাকলে নিজের ক্ষমতা ও সামর্থ্যকে সম্মান করে এবং নিজের ওপর বিশ্বাস রাখে । একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে আমার মধ্যে যে সকল বৈশিষ্ট্য আছে তা নিম্নে উল্লেখ করা হলাে:-
- আত্মমর্যাদাসম্পন্ন মানুষ আমি আমার নিজের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করি ।
- বিদ্যালয়ের সকল নিয়ম কানুন মেনে চলি এবং শ্রেণিকক্ষে আস্তে কথা বলি যাতে অন্যের কোন সমস্যা না হয় ।
- আমি সবসময় অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকি এবং তাদের মতামতকে গুরুত্ব দিই ।
- আমি কখনাে কাউকে অসম্মান করি না এবং সর্বদা সত্য কথা বলি ।
- কোন ধরনের অন্যায় কাজ করতে লজ্জাবােধ করি এবং অন্যায় হতে দেখলে প্রতিবাদ করি।
- কোন ধরণের ন্যায় কাজ করতে লজ্জাবােধ কিংবা ভয় করি না ।
- মানুষ হিসেবে আমি নিজের পরিচয় ও অবস্থান সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করি ।
- মানুষের কাছে গ্রহণযােগ্য আচরণ করি এবং সবার কাছে গ্রহণযােগ্য রুচিবােধের প্রকাশ করি।
- সব সময় পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকি ।
- সকল শ্রেণীর পেশাজীবি মানুষকে সম্মান করি ।
- আত্মমর্যাদাসম্পন্ন মানুষ নিজের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেন ।
ষষ্ঠ -৬ষ্ট শ্রেণির ৫ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ও সমাধান ২০২১ কর্ম ও জীবনমুখী
Tag:একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন কোন বৈশিষ্ট্য তােমার মধ্যে আছে ? আর কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও এবং কেন ? ষষ্ঠ -৬ষ্ট শ্রেণির ৫ম সপ্তাহের কর্ম ও জীবনমুখী এসাইনমেন্ট উত্তর ও সমাধান ২০২১

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)