চরিত্র মানুষের অমূল্য সম্পদ
চরিত্র মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ । চরিত্র যেমন অমূল্য সম্পদ তেমন মহামূল্যবান মুকুটস্বরূপ । তাই চারিত্রিক গুণই মানুষকে সত্যিকারের মানুষ করে তােলে , মহৎ করে এবং অমর করে রাখে । মানবজীবনের উন্নতি , সফলতা ও সার্থক বিকাশের জন্য চরিত্রের গুরুত্ব অপরিসীম । চরিত্রবান ব্যক্তি সত্য ও ন্যায়ের অনুসারী ।
এ ধরনের মানুষ জাগতিক লােভ - লালসা ও মিথ্যা প্রলােভনে কখনাে প্রলুব্ধ হয় না । এরা অন্যায়ের সাথে আপস করে না । এরা সূর্যের মতাে প্রখর , পর্বতের মতাে অচল এবং প্রয়ােজনে ব্লফের মতাে বিগলিত । চরিত্রবান মানুষ সবার শ্রদ্ধার পাত্র । চরিত্রবান মানুষের সংস্পর্শে এলে যেকোনাে মানুষ সত্য ও সুন্দর পথের সন্ধান পায় ।
অন্যদিকে , দুশ্চরিত্র ব্যক্তি সমাজ , দেশ ও জাতির জন্য অকল্যাণকর । গাড়ি - বাড়ি , ধন দৌলত , শিক্ষা - দীক্ষা ও সম্মান সবকিছুই মূল্যহীন হয়ে পড়ে যদি কোনাে লােক চরিত্রহীন হয় । চরিত্রহীন ব্যক্তি তার লােভ - লালসা ও হিংসা - দ্বেষ দিয়ে সমাজ ও দেশকে কলুষিত করে । তারা সামাজিকভাবে পশুর চেয়ে অধম বলে বিবেচিত হয় । তাদের কোনাে মর্যাদা থাকে না । চরিত্রবান ব্যক্তি তার মনুষ্যত্ব ও বিবেক দিয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে ।
পক্ষান্তরে , চরিত্রহীন ব্যক্তি বিষধর সাপের মতাে ভয়ংকর । এ ধরনের ব্যক্তিরা প্রয়ােজনে , যেকোনাে কাজ করতে দ্বিধা করে না । তাই প্রত্যেক মানুষকে জীবনে সফলতার জন্য , দেশ ও জাতির কল্যাণের জন্য সাধনার মাধ্যমে উত্তম চরিত্র গঠন করতে হবে । জগৎ - সংসারের সকল জ্ঞানী - গুণী ব্যক্তি তাদের মহৎ চরিত্রের জন্যই স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন । তাদের উত্তম চরিত্র সকলের আদর্শ ।
কথায় বলে , সম্পদ হারিয়ে গেলে কখনাে কখনাে পুনরুদ্ধার করা যায় , কিন্তু চরিত্র হারালে তা আর ফিরে পাওয়া যায় না । চরিত্রবান ব্যক্তি যেমন নিজ জীবনকে আলােকিত ও সুন্দর করে ; তেমনি সমাজ , দেশ ও জাতিকে আলােকিত করে । তাই কোনাে জাতিকে উন্নত করতে হলে অবশ্যই উন্নত চরিত্রের জাতি গঠন করতে হবে ।
Tag: ভাব সম্প্রসারণ - চরিত্র মানুষের অমূল্য সম্পদ, চরিত্র মানুষের অমূল্য সম্পদ কেন বলা হয়েছে, চরিত্র মানুষের অমূল্য সম্পদ বলতে কি বোঝায়, চরিত্র মানুষের অমূল্য সম্পদ, চরিত্র মানুষের অমূল্য সম্পদ English Translate
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)