তােমার এলাকার প্রধান প্রধান ফসলের নাম উল্লেখপূর্বক ফসলসমূহ চাষের কারণ ও সেগুলাের জন্য জমি প্রস্তুতির বিবরণ উল্লেখ করে একটি প্রতিবেদন তৈরি কর-৯ম শ্রেণির ৩য় সাপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১


তােমার এলাকার প্রধান প্রধান ফসলের নাম উল্লেখপূর্বক ফসলসমূহ চাষের কারণ ও সেগুলাের জন্য জমি প্রস্তুতির বিবরণ উল্লেখ করে একটি প্রতিবেদন তৈরি কর-৯ম শ্রেণির ৩য় সাপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১


       
       
             

    Class 9 3rd Week Agriculture Assignment Answer 2021 - ৯ম শ্রেণির ৩য় সাপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১

    বন্ধুরা নিচে ৯ম শ্রেণির ৩য় কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান ২০২১ দেওয়া হলো

    তােমার এলাকার প্রধান প্রধান ফসলের নাম উল্লেখপূর্বক ফসলসমূহ চাষের কারণ ও সেগুলাের জন্য জমি প্রস্তুতির বিবরণ উল্লেখ করে একটি প্রতিবেদন তৈরি কর শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১

    আমাদের এলাকার মাটি ও ফসলের বৈশিষ্ট্য অনুযায়ী জমি প্রস্তুতি

    ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম হচ্ছে মাটি । মাটিই হচ্ছে পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস । সব মাটিতে সব ফসল ভাল জন্মায় না । সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক নয় । তাই কোথাও ধানের , কোথাও গমের , কোথাও আলুর আবার কোথাও পাটের ভাল ফলন হয় । যেমন- এঁটেল ও এঁটেল দোআঁশ মাটিতে ধান ভাল জন্মে আবার দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে পাট , গম , আলু ও টমেটোর ফলন ভাল হয় । 

    আমার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ এলাকায় ; যা উপকূলীয় অঞ্চলে অবস্থিত । এ অঞ্চলের মাটি দোআঁশ , বেলে ও পলি দোআঁশ হওয়ায় বিভিন্ন প্রকার কষিজ ফসল এ অঞ্চলে উৎপন্ন হয় । আমাদের এলাকার প্রধান প্রধান ফসলসমূহ হচ্ছে পাট , গম , আলু , টমেটো ইত্যাদি । উক্ত ফসলসমূহের দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভাল ফলন হওয়ার কারণেই আমাদের অঞ্চলে এই ফসলসমূহ চাষ করা হয় । উক্ত ফসলসমূহের জন্য জমি প্রস্তুতি নিচে বর্ণনা করা হলােঃ

    পাট চাষের জন্য জমি প্রস্তুতি 

    পাটের ভালাে ফলনের জন্য সার , পানি , আগাছা ও ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ । উঁচু ও মধ্যম জমি যেখানে বৃষ্টির পানি বেশি সময় দাঁড়ায় না এবং দোআঁশ মাটি পাট চাষের জন্য উপযুক্ত । পাট চাষের জন্য জমি প্রস্তুতি কার্যক্রম নিম্নরূপঃঃ

    • বৃষ্টিপাতের পরপরই আড়াআড়ি ৫ থেকে ৭ বার চাষ দিয়ে জমি তৈরি করতে হবে । 
    • ইউরিয়া সার প্রয়ােগের আগে নিড়ানি দিয়ে জমিকে আগাছামুক্ত করতে হবে । 
    • জমির ঢেলা গুড়া করতে হবে ।

    গম চাষের জন্য জমি প্রস্তুতি

     গমের ফসল ভাল এবং অভিন্ন বীজ অঙ্কুরােদগমের জন্য একটি ভাল জায়গা প্রয়ােজন । গম চাষের জন্য জমি প্রস্তুতি কার্যক্রম নিম্নরূপঃ

    • সেচ এলাকায় পূর্ববর্তী ফসল কাটার পর মাঠ ডিস্ক বা ছাঁচ বাের্ড লাঙ্গল দিয়ে অনুসৃত চাষ করা উচিত ।  
    • ঝুরঝুরা মাটি গম অঙ্কুরােদগমের জন্য খুবই উপযােগী । ৩ থেকে ৪ বার আড়াআড়ি জমি চাষ দিয়ে কয়েকবার মই দিয়ে মাটি ঝুরঝুরা করতে হবে । 
    • চাষ সন্ধ্যায় সম্পন্ন করতে হবে এবং লাঙ্গল দেয়া জমি শিশির আর্দ্রতায় সারারাত খােলা রাখতে হবে । প্লাঙ্কিং খুব ভােরে সম্পন্ন করতে হবে । ১০-৩০ মিটার প্রস্থ একটি বাফার জোন অজৈব ক্ষেত্র থেকে দূষণ এড়াতে রাখা উচিত ।

    আলু চাষের জন্য জমি প্রস্তুতি

     নিচু এলাকায় বর্ষার পানি নেমে গেলে আশ্বিন মাস হতে আলু চাষের জন্য জমি প্রস্তুতির কাজ শুরু করা হয় । আলু চাষের জন্য জমি প্রস্তুতি কার্যক্রম নিম্নরূপঃঃ

    •  আলুর জমি ৫-৬ বার চাষ ও বার কয়েক মই অথবা পাওয়ার টিলার দ্বারা ৩-৪ বার আড়াআড়ি চাষ দিয়ে মাটি ঝুরঝুরা এবং সমান করে জমি প্রস্তুত করা হয় । 
    •  জমি ভালােভাবে চাষ ও মই দেওয়ার পর জমি সমান করে বীজ বপনের জন্য জমির এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত নালা করতে হবে । প্রত্যেকটি নালা প্রায় ১০-১২ সেমি . গভীর করতে হবে । একটি নালা থেকে আর একটি নালার দূরত্ব হবে ৬০ সেমি । অতঃপর নালার মধ্যে ১৫ সে.মি দূরে দূরে বীজ বুনে দিতে হয় ।

    টমেটো চাষের জন্য জমি প্রস্তুতি

     শীতকালীন টমেটোর জন্য মধ্য কার্তিক থেকে মাঘের প্রথম সপ্তাহে এবং গ্রীষ্মকালীন চাষের জন্য চৈত্র থেকে বৈশাখ মাসে চারা রােপন করতে হয় । টমেটো চাষের জন্য জমি প্রস্তুতি কার্যক্রম নিম্নরূপঃ

    • জমিতে ৪ থেকে ৫ বার মই দিয়ে মাটি ঝুরঝুরা করে নিতে হবে । 
    • গ্রীষ্মকালে টমেটো চাষের জন্য ২০-২৫ সে.মি উঁচু এবং ২৩০ সে.মি চওড়া বেড তৈরি করতে হবে । 
    • সেচ দেওয়ার সুবিধার্থে ২ টি বেডের মাঝে ৩০ সে.মি নালা রাখতে হবে । 

    জমি প্রস্তুতি ফসল উৎপাদনের প্রধানতম নিয়ামক । পরিবেশ ও ফসল অনুযায়ী সঠিকভাবে জমি প্রস্তুতি যেমন আশানুরূপ কৃষি উৎপাদন নিশ্চিত করে , তেমনি ভাবে ফসলের গুণাগুণও অক্ষুন্ন রাখে । বীজের অংকুরােদগম থেকে শুরু করে বীজ গজানাের সঠিক ভৌত অবস্থা সৃষ্টি , পুষ্টি উপাদান এবং রাসায়নিক ও জৈবসারের মিশ্রন সবকিছু জমি প্রস্তুতি দ্বারা প্রভাবিত হয় । বলাবাহুল্য , ফসল উৎপাদনের জন্য এ জমি প্রস্তুতি নির্বাচিত ত ফসল , মৃত্তিকা বৈশিষ্ট্য , কৃষি পরিবেশ অঞ্চল এবং সর্বোপরি খামারের ধরণ ও প্রকৃতির উপর বিশেষভাবে নির্ভর করে ।


    Tag:Class 7 3rd Week Agriculture Assignment Answer 2021,  ৭ম শ্রেণির ৩য় সাপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর ২০২১

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)