Person কাকে বলে? Person কয় প্রকার ও কি কি উদাহরণ সহ

Person কাকে বলে Person কয় প্রকার ও কি কি উদাহরণ সহ


       
       
      

    Person কাকে বলে Person কয় প্রকার ও কি কি উদাহরণ সহ

    আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আসা করি সবাই ভালো আছেন আজকে আমরা ইংরেজি গ্রামারের Person কাকে বলে Person কয় প্রকার ও কি কি উদাহরণ সহ,First Person (উত্তম পুরুষ) কাকে বলে,Second Person (মধ্যম পুরুষ) কাকে বলে,Third Person (নাম পুরুষ) কাকে বলে আলোচনা করবো। 

    Person কাকে বলে

    Sentence বা বাক্যে ব্যবহৃত যে সকল Noun বা Pronoun কে আশ্রয় করে Verb এর কাজ সম্পন্ন করা হয় তাকে Person বা পুরুষ বলে ।

    Person কয় প্রকার ও কি কি 

    Person এর প্রকারভেদ : Person তিন প্রকার ।

    যথা :

    1.First Person (উত্তম পুরুষ)

    2.Second Person (মধ্যম পুরুষ)

    3.Third Person (নাম পুরুষ)

    First Person (উত্তম পুরুষ) কাকে বলে

    First Person (উত্তম পুরুষ) : 

    Sentence বা বাক্যেয় আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে First Person বলে ।

    যেমন : I , We , My , Our , Me , Us ইত্যাদি ।

    Second Person (মধ্যম পুরুষ) কাকে বলে

    Second Person (মধ্যম পুরুষ) : 


    Sentence বা বাক্যেয় তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে Second Person বলে ।

    যেমন : You , Your , Yours ইত্যাদি ।

    Third Person (নাম পুরুষ) কাকে বলে

    Third Person (নাম পুরুষ) : 


    Sentence বা বাক্যেয় আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে Third Person বলে ।

    যেমন : He , She . Karim . Ibrahim , Water Book ইত্যাদি ।

    মোটকথা হল : যে কথা বলে সে First Person , যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলে তাকে Second Person এবং যার সম্বন্ধে বলে তাকে Third Person বলে । অামি, আমার, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে First Person . তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদেরকে. তোমাদের Second Person . এবং অবশিয্ট সব Third Person .

    যেমন : সে, করিম, তাহারা, বই, কলম, টেবিল, চেয়ার ইত্যাদি 

    Tag:Person কাকে বলে Person কয় প্রকার ও কি কি উদাহরণ সহ,First Person (উত্তম পুরুষ) কাকে বলে,Second Person (মধ্যম পুরুষ) কাকে বলে,Third Person (নাম পুরুষ) কাকে বলে

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)