অনুদান প্রদানের অনলাইন আবেদন করার নিয়ম -শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের অনলাইন আবেদন করার নিয়ম/পদ্ধতি- শিক্ষা অনুদান ২০২১

অনুদান প্রদানের অনলাইন আবেদন করার নিয়ম -শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের অনলাইন আবেদন করার নিয়ম/পদ্ধতি- শিক্ষা অনুদান ২০২১



অনুদান প্রদানের অনলাইন আবেদন করার নিয়ম

       
       
      

    অনুদান প্রদানের অনলাইন আবেদন করার নিয়ম

    শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের #অনুদান_প্রদানের_অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ

    👉 আবেদন করতে পারবেঃ ৬ষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক বা সমমান পর্যায়ে সকল শিক্ষার্থীরা।

    👉 আবেদনের সময়সীমাঃ ০৭ মার্চ ২০২১ পর্যন্ত

    ★ ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন করার লিংকঃ https://eksheba.gov.bd/service/?id=BDGS-1611115830


    ***প্রয়োজনীয় কাগজপত্রঃ

    ১/ বর্তমানে যে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেখান থেকে প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধানের  স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র।

    ২/  নিজের আইডি কার্ড/ জন্ম নিবন্ধন সনদের নম্বর।

    ৩/ পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর

    ৪/ ইমেইল এড্রেস

    ৫/ সচল মোবাইল নম্বর (অবশ্যই নগদ একাউন্ট সচল থাকতে হবে! নাহ থাকলে,খুলে নিবেন)


    ★ আবেদন ফরম পূরণের নিয়মাবলীঃ

    **আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক। নিচের স্কিনশটের চিহ্নিত অপশনগুলো অনুসরণ করতে পারেন।

    👉 শুরুতে (https://eksheba.gov.bd/service/?id=BDGS-1611115830 ) লিংক-এ প্রবেশ করে নিবন্ধন অপশনে ক্লিক করে সচল মোবাইল নম্বর ও পূর্ণ নাম দিয়ে নিবন্ধন সম্পূর্ন করুন।

    👉 পরের ধাপে জাতীয় পরিচয়পত্র নম্বর / জন্ম নিবন্ধন সনদের অনলাইন নম্বর ও জন্ম তারিখ দিয়ে পরবর্তী ধাপে যান।

    👉 এই ধাপে 'সহয়তা/ভাতা/অনুদান' অপশনে ক্লিক করে  ৩৮ নং 'শিক্ষার্থীদের আর্থিক অনুদান' অপশনে ক্লিক করবেন।

    👉 এরপরের ধাপে আপনার সকল তথ্য এবং প্রত্যয়নপত্র আপলোড করে আবেদন সম্পন্ন করতে পারবেন।

    **আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।

    *** আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।

    ***প্রত্যয়ন পত্র আপলোডের জন্য (সর্বোচ্চ ফাইলের আকার ১০ মেগাবাইট। অনুমোদিত ফাইল এক্সটেনশান সমূহ: gif, png, jpg, jpeg, pdf)


    👉 সেবা প্রদানের সময়সীমা ১২০ কার্যদিবস। মোবাইল ব্যাংকিং(নগদ) পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে। স্নাতক/সমমান পর্যায়ে অনুমোদিত বাজেট এর উপর নির্ভর করে একজন শিক্ষার্থী প্রতি সর্বোচ্চ 10000/- টাকা মঞ্জুর করা যাবে।


    #বি_দ্রঃ প্রত্যয়ন পত্র ছাড়া চেষ্টা করলে আবেদন করা যাবে নাহ —পরিশ্রম সবই বৃথা যাবে৷

    উল্লেখ্য, ইহা প্রধানমন্ত্রীর ট্রাস্ট কর্তৃক স্নাতক ডিগ্রী পর্যায়ে দেওয়া উপবৃত্তির আবেদন নয়! স্নাতক ডিগ্রী পর্যায়ে ২০১৯-২০ সেশন ১ম বর্ষ নিয়মিত শিক্ষার্থীরা এবং ডিগ্রিতে অধ্যায়নরত অন্যান্য শিক্ষার্থীরা, যারা আগে আবেদন করতে পারেননি তাদের উপবৃত্তির আবেদনের সুযোগ ২০২১ সালের আগস্ট/সেপ্টেম্বর মাসে দেওয়া হবে!

    শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের অনলাইন আবেদন করার নিয়ম

    ১ম ধাপ- নিবন্ধন,  আপনার মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করে নিতে হবে মোবাইলে নাম্বারে একটা পিন আসবে সেই পিন দিয়ে আপনার আইডি কার্ড থাকলে তার আইডির নাম্বার দিয়ে কনফার্ম করে নিতে হবে,  আপনার আইডি কার্ড না থাকলে - বাবা/মা কার্ড দিয়ে কনফার্ম করে নিতে পারবেন,

    আমি সর্বমোট ৫ জন কে আবেদন করে দিবো ফ্রি, 
    তাদের nid number,  mobile number,  প্রংশা পত্র বা প্রত্যায়ন পত্র & সার্টিফিকেট  & আর কিছু ইস্যু করতে চাইলে সেই সব ডকুমেন্ট pdf আলাদা ভাবে দিতে হবে pdf na দিতে পারলে পরিষ্কার ভাবে ছবি তুলে আমাকে sent করতে হবে,  যাদের সব কিছু রেডি আছে আমাকে নক দিতে পারেন,
    একাধিক সার্টিফিকেট ইস্যু করা যাবে,  মৃতু, মুক্তিযুদ্ধে, প্রতিবন্ধি, শারীরিক সমস্যা ইস্যু করা যাবে,
    ২০২০ সাল মার্ক সিট দিয়ে করতে পারবেন, 
    প্রত্যয়ন পত্র অবশ্যই লাগবে,  এক বছর আগের হলে ও সমস্যা নেই,

    নোট- আবেদন সময় সেই ব্যাক্তি কে অনলাইনে এক্টিভ থাকতে হবে + খুব তাড়াতাড়ি রিপ্লাই দিতে হবে, 
    সময় সীমিত ----

    ২য় ধাপ- আবেদন করতে এই সব লাগবে

    বিভাগ সমূহ*
    জেলা সমূহ*
    উপজেলা সমূহ*
    শিক্ষা প্রতিষ্ঠানের নাম

    শিক্ষার্থীর নাম (ইংরেজি)*
    শিক্ষার্থীর নাম (বাংলায়)*
    শিক্ষার্থীর রোল নম্বর (ইংরেজি)*
    শিক্ষার্থীর শ্রেণী*
    শিক্ষার্থীর জন্মতারিখ*
    ...
    মোবাইল নম্বর (ইংরেজি)*
    মোবাইল নম্বর ১১ সংখ্যার হতে হবে।
    এই নম্বরে মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে ।
    শিক্ষার্থীর বর্তমান ঠিকানা (বাংলায়)
    অন্যান্য বৃত্তি*
    আছে?

    অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নং (ইংরেজি)*নাস্বারটা শুধু

    অভিভাবকের নাম (বাংলায়)*
    পিতার নাম (বাংলায়)
    পিতার পেশা (বাংলায়)
    মাতার নাম (বাংলায়)
    মাতার পেশা (বাংলায়)
    পরিবারের মোট সদস্য সংখ্যা (ইংরেজি)
    মাসিক পারিবারিক আয় (ইংরেজি)
    শিক্ষার্থীর এনআইডি / জন্ম নিবন্ধন নং (ইংরেজি)*
    ই-মেইল
    শারীরিক ও মানসিক অক্ষমতা*
    আছে?
    বিশেষ দ্রষ্টব্য - শারীরিক ও মানসিক অক্ষামতা এবং অন্যান্য বৃত্তি এর জন্য সংযুক্তি প্রদান করতে হবে
    আবেদনের কারণসমূহ*

    অনগ্রসর এলাকা*? হাওয়র,  পাতব্য, চর এলাকা কোনটা?

    আবেদনের যৌক্তিকতা (বাংলায়)*
    সংযুক্তি কারণ লিখবেন -

    ১. অন্যান্য বৃত্তি সম্পর্কিত তথ্য*   
    আপলোড
    ২. প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র*    সাথে,  hsc hola ssc certificate honours hola hsc certificate / mark shit

    আপলোড
    ৩. শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেটের কপি*   
    আপলোড
    আরো ফাইল যোগ করুন- ইচ্ছা মতো গুরুত্বপূর্ণ ফাইল লোড করতে পারবেন,

    বিনামূল্যে
    >সেবা প্রদান পদ্ধতি
    একটানা প্রতি বছর আর্থিক অনুদান পাবে না।
    সেবা প্রদানের সময়সীমা
    ১২০ কার্যদিবস
    মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অর্থ

    এই সকল তথ্য সঠিক ভাবে প্রধান করুণ।


    আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র

    শিক্ষা অনুদান আবেদন

    শিক্ষা অনুদান ২০২১

    আর্থিক সাহায্যের আবেদন ফরম


    Tag:অনুদান প্রদানের অনলাইন আবেদন করার নিয়ম, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের অনলাইন আবেদন করার নিয়ম/পদ্ধতি ২০২১


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)