দেখে নিন আইসোটোপ কাকে বলে, মৌলিক পদার্থ কাকে বলে, 160 সেন্টিমিটার কত ইঞ্চি, ১ সেন্টিমিটার সমান কত ইঞ্চি ইত্যাদি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

 

আইসোটোপ কাকে বলে, আইসোটোপ এর বৈশিষ্ট্য কি কি, ১  সেন্টিমিটার সমান কত ইঞ্চি, 160 সেন্টিমিটার কত ইঞ্চি


       
       

    আইসোটোপ কাকে বলে |আইসোটোপ এর বৈশিষ্ট্য কি কি

    কোন মৌলের একের অধিক পরমানু যাদের পারমানবিক সংক্যার হিসেবে একি কিন্তু তাদের ওজন বা ভর ভিন্ন হয় এদেরকে একে ওপরের আইসোটোপ বলে। 

    আইসোটোপ এর উদাহরণ দিতে গেলে বলা যাবে যাদের নাম তা হলো হাইড্রোজেনের আইসোটোপগুলো হচ্ছে> হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং টিট্রিয়াম বা H.D.T.

    আইসোটোপ এর বৈশিষ্ট্য গুলো আলোচনা করলে আমরা যা যা দেখি তা হলো, 

    • আইসোটোপ গুলো হয় একই মৌলের পরমানু
    • এদের পারমানবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা একই হয় অন্যদিকে ভর বা ওজনের দিকে ভিন্ন হয়। বিকজ, নিউট্রন সংখ্যা একে অপরের থেকে আলাদা।
    • পারমানবিকের সংখ্যা একই হওয়ার কারণে এরা  একে ওপরের আইসোটোপসমূহ পর্যায় সারনিতে একই অবস্থানে থাকে। সেজন্য তাদের নাম আইসোটোপ।

    মৌলিক পদার্থ কাকে বলে

    যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া ভিন্ন কোন পদার্থ মিশ্রিত অবস্থায় পাওয়া যায়না সেই পদার্থগুলোকে বলা হয় মৌলিক পদার্থ। অন্যভাবে বললে বলা যাবে, একি পদার্থ নিয়ে গঠিত সকল পদার্থকেই বলে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থের উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে তাই কয়েকটি উদাহরণ তুলে ধরলাম।

    ১. সোনা

    ২. রোপা

    ৩. তামা  ইত্যাদি।


    ১ সেন্টিমিটার সমান কত ইঞ্চি | 160 সেন্টিমিটার কত ইঞ্চি

    আমরা আমাদের প্রাইমারি স্কুলের গনিত বই গুলোতে এসব প্রশ্নো দেখেছি যে ১ সেন্টিমিটার সমান কত ইঞ্চি বা আরো দেখেছি ১৬০ সেন্টিমিটার এ কত ইঞ্চি এসব। অনেকেই শিখেছি আবার অনেকেই শিখিনি। অনেকেই আবার শিখেও ভূলে গেছি। যাই হউক আমরা বলে দিতেছি ১ সেন্টিমিটার সমান হচ্ছে ০.৩৯ ইঞ্চি (প্রায়) এবং ১ ইঞ্চি সমান হয় ২.৫৪ সেন্টিমিটার।

    তাছাড়াও ১৬০ সেন্টিমিটার এ ইঞ্চিতে মাপলে হবে ৬৩ ইঞ্চি (প্রায়) যেহেতু ১ সেন্টিমিটার এ হয় ০.৩৯ ইঞ্চি (প্রায়)

    টাগঃ আইসোটোপ কাকে বলে, আইসোটোপ এর বৈশিষ্ট্য কি কি, ১  সেন্টিমিটার সমান কত ইঞ্চি, 160 সেন্টিমিটার কত ইঞ্চি

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)