সাধারণ জ্ঞান : আজকের সাধারণ জ্ঞান ২৪ জানুয়ারি ২০২১

 আজকের সাধারণ জ্ঞান ২৪ জানুয়ারি ২০২১






#আজকের_সাধারণ_জ্ঞান


পত্রিকা থেকে সংগৃহীত (২৪ জানুয়ারি, ২০২১)


#Stay_home #Stay_safe #Keep_washing_hands #Stay_positive

সৃষ্টিকর্তা সবাইকে ভয়ঙ্কর করোনাভাইরাস থেকে রক্ষা করুক!

সবাই সবার পরিবার নিয়ে সাবধানে থাকুন আর নিজের সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করুন।


#বাংলাদেশ বিষয়াবলী


০১. মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কতটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা বাড়ি প্রদান করার কার্যক্রম শুরু করেছেন?

উত্তরঃ ৮ লক্ষ ৮০ হাজার।

## গত ২৩ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪৯২টি উপজেলার ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেন তিনি।


০২. দেশে কবে করোনার টিকা কার্যক্রম শুরু হবে?

উত্তরঃ ২৭ জানুয়ারি, ২০২১.

## স্থান - কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা। 


০৩. সম্প্রতি বাংলাদেশ সরকার কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছে?

উত্তরঃ নেপাল।

## নেপালের একটি প্রকল্পে উৎপাদিত ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের মাধ্যমে বাংলাদেশে আমদানি করার বিষয়ে আলোচনা চলছে। 


০৪. পানি উন্নয়ন বোর্ড (পাউবো) -এর নতুন মহাপরিচালক কে?

উত্তরঃ এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী। 


০৫. নারী শিক্ষার অগ্রগতির জন্য বাংলাদেশ সরকার কত সালে উপবৃত্তি কর্মসূচী চালু করে?

উত্তরঃ ১৯৯৯ সালে। 

## শিক্ষা তথ্য ও পরিসংখ্যান বিষয়ক সরকারি প্রতিষ্ঠান - Bangladesh Bureau of Educational Information and Statistics (ব্যানবেইস)। 


০৬. দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংখ্যা কত?

উত্তরঃ ১০৭টি (শিক্ষা কার্যক্রমে আছে - ৯৭টি)।

## সরকারি বিশ্ববিদ্যালয় - ৪৬টি। 


০৭. ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কবে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ১৬-২৪ জানুয়ারি, ২০২১.


০৮. উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ মতিউর রহমান মল্লিক কবে নিহত হন?

উত্তরঃ ২৪ জানুয়ারি, ১৯৬৯ (জন্ম - ২৪ জানুয়ারি, ১৯৫৩)। 

## শহীদ আসাদ নিহত হন - ২০ জানুয়ারি, ১৯৬৯.


#আন্তর্জাতিক বিষয়াবলী 


০১. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর জো বাইডেন প্রথমবারের মতো কোন দেশের সরকারপ্রধানের সাথে কথা বলেছেন?

উত্তরঃ কানাডা। 

## কানাডার বর্তমান প্রধানমন্ত্রী - জাস্টিন ট্রুডো। 


০২. যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোন কৃষ্ণাঙ্গকে প্রতিরক্ষামন্ত্রী (পেন্টাগনের প্রধান) হিসেবে নিয়োগ দেওয়া হয়?

উত্তরঃ লয়েড অস্টিন। 


০৩. ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস’ কবে পালিত হয়?

উত্তরঃ ২৪ জানুয়ারি। 

## দিবস প্রতিপাদ্য ২০২১ - “কোভিড-১৯ প্রজন্মের জন্য পুনরুদ্ধার ও পুনরুজ্জীবিত শিক্ষা”। 

## শান্তি ও উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরতে ২০১৮ সালের ডিসেম্বরে জাতিসংঘ ২৪ জানুয়ারিকে ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস’ হিসেবে ঘোষণা করে। 


০৪. ‘অ্যাস্ট্রাজেনেকা’ কোন দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান?

উত্তরঃ যুক্তরাজ্য। 

## ফাইজার - যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। 

## বায়োএনটেক - জার্মানির জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান। 


০৫. ‘কিস্টোন এক্সএল’ কোন দুই দেশের মধ্যকার আলোচিত তেল সরবরাহ পাইপলাইন?

উত্তরঃ যুক্তরাষ্ট্র-কানাডা। 


০৬. বৈশ্বিক কৃষি উন্নয়ন বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থার নাম কী?

উত্তরঃ International Fund for Agricultural Development (IFAD).

## IFAD -এর বর্তমান প্রেসিডেন্ট - গিলবার্ট এফ হোয়াংবো। 


০৭. বেলজিয়ামের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তরঃ আলেকজান্ডার দ্য ক্রো।

## মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট - আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর। 


০৮. যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে কবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন প্রক্রিয়া শুরু হবে?

উত্তরঃ ৮ ফেব্রুয়ারি, ২০২১. 


০৯. ‘পুশকিনস্কায়া স্কয়ার’ কোথায় অবস্থিত?

উত্তরঃ মস্কো, রাশিয়া। 

## রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে মুক্তির দাবিতে গত ২৩ জানুয়ারি এই স্কয়ারসহ সারা দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 


১০. যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টেলিভিশন উপস্থাপক ল্যারি কিং কবে মারা যান?

উত্তরঃ ২৩ জানুয়ারি, ২০২১.

## মার্কিন সংবাদমাধ্যম সিএনএন -এ ২৫ বছর ধরে ‘ল্যারি কিং লাইভ’ নামক টকশো উপস্থাপনা করে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। 


১১. ‘জর্ডান’ কোন দেশের একটি ঘনবসতিপূর্ণ একটি এলাকা?

উত্তরঃ হংকং। 

## জর্ডান - মধ্যপ্রাচ্যের একটি স্বাধীন দেশ। 

## জর্ডান - সিরিয়ান মালভূমি থেকে উৎপত্তি লাভ করে ডেড সী তে পতিত হওয়া দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি নদী।


#বিজ্ঞান ও প্রযুক্তি 


০১. আনুমানিক কত বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়?

উত্তরঃ ২৫ হাজার বছর। 

## বাংলাদেশের মোট ভূমির ৮ ভাগ প্লাইস্টোসিন যুগের ভূমি নিয়ে গঠিত। 


০২. ওয়ার্কশীটের যে অংশে বিভিন্ন কাজের সময় তাৎক্ষনিক অবস্থা দেখা যায় তাকে কী বলা হয়?

উত্তরঃ স্ট্যাটাস বার। 


#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)

২৩ জানুয়ারি, ২০২১ পর্যন্ত – সারা বিশ্বে

মোট আক্রান্ত – ৯ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার ৩৯ জন (বাংলাদেশে আক্রান্ত – ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জন)। 

মোট সুস্থ – ৭ কোটি ১০ লাখ ৫২ হাজার ৯০৯ জন (বাংলাদেশে সুস্থ – ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন)।   

মোট মৃত্যু – ২১ লাখ ১৮ হাজার ৬২৫ জন (বাংলাদেশে মৃত্যু – ৮ হাজার ৩ জন)। 

সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২২০টি দেশ ও অঞ্চলে। 


#খেলাধুলা 


০১. সম্প্রতি পেস বোলার হিসেবে এশিয়া মহাদেশে সবচেয়ে বেশী বয়সে পাঁচ বা তার বেশী উইকেট নিয়েছেন?

উত্তরঃ জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ড (৩৮ বছর ১৭৭ দিন)। 

## প্রথম ইংলিশ বোলার হিসেবে প্রতিপক্ষের মাঠে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। 


#সেরা_উক্তি 

“সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে। অনেককে জোর করে সফল বানানো হয়। কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় – সেই প্রকৃত সাফল্য অর্জন করে।”

- সংগৃহীত। 



                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)