Rajshahi university (ru) admission circular 2023-24 All Information | রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪



আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আবার ও তোমাদের মাঝে আরো একটি বিশ্ববি ভর্তি বিষয় সকল তথ্য ও ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ নিয়ে হাজির হয়েছি।আজকে আমরা আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪ নিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির সকল তথ্য পেতে আমাদের এই পোস্টটি ধৈর্য সহকারে পড়তে থাকুন।ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪ এর যা যা জানা প্রয়োজন সকল বিষয় জেনে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক।

প্রথম আমরা জেনে নেবো এই পোস্টে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো।তাহলে তোমাদের পোস্ট সম্পর্কে ধারনা হয়ে যাবে। 

🎤রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত  

       
       
     

    রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

    • আবেদন শুরু তারিখ
    • আবেদন শেষ তারিখ
    • প্রবেশপত্র ডাউনলোড তারিখ
    • ভর্তি পরীক্ষা তারিখ
    • আবেদন লিংক 
    • রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩-২০২৪
    • ইউনিট পরিচিতি
    • ফরমের মূল্য
    • রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২৩-২০২৪
    • পরীক্ষার মানবন্টন

    রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩-২৪ গুরুত্বপূর্ণ তারিখ

    আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার জনসহ বিভিন্ন কোটার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

    • চূড়ান্ত আবেদনের সময়সীমা

    প্রথম দফা: ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত, দ্বিতীয় দফা: ১ ফেব্রুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত, তৃতীয় দফা: ৬ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ও চতুর্থ দফা: ১০ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত


    রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩-২৪ প্রবেশপত্র ডাউনলোড তারিখ

    Coming 

    রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন ফি ২০২৩-২৪

    • ইউনিট A (মানবিক) সার্ভিস চার্জসহ সর্বমোট ১ হাজার ৩২০ টাকা
    •  ইউনিট B (বাণিজ্য) সার্ভিস চার্জসহ সর্বমোট ১ হাজার ১০০ টাকা
    •  ইউনিট C (বিজ্ঞান) সার্ভিস চার্জসহ সর্বমোট ১ হাজার ৩২০ টাকা। 

    রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ ভর্তি পরীক্ষা তারিখ

    ভর্তি পরীক্ষা
    এবারও তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ মার্চ হবে। ভর্তি পরীক্ষার রুটিন যথাসময়ে প্রকাশিত হবে।

     ভর্তি পরীক্ষার সময়সূচি 

    1. সকাল ০৯টা থেকে ১০টা পর্যন্ত, 
    2. সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত, 
    3.  দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এবং 
    4. বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

    রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রুটিন ২০২৪





    রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন লিংক ২০২৩-২৪

    প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন লিংক দেওয়া হলো দেখে নিন।

     http://admission.ru.ac.bd/undergraduate / অথবা http://www.ru.ac.bd/ 

    রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪


    রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট পরিচিতি ২০২৩-২৪


    রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২৩-২০২৪ 




    রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩-২০২৪

    নিচে ইউনিট ভিত্তিক ভর্তি যোগ্যতা দেওয়া হলোঃ-

    ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি/এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে। তবে তাদের মার্কশিট থাকতে হবে।

    কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে। তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

    ২) মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে; বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে; বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

    আর জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল  কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনকালে অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে ।


    রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা ২০২৩-২০২৪


    মানবিকঃ SSC: 3.00 + HSC 3.007.00 পেতে হবে
    বানিজ্যঃ SSC: 3.50 + HSC 3.507.50 পেতে হবে
    বিজ্ঞানঃ SSC: 3.50 + HSC 3.508.00 পেতে হবে
    এখানে সকল GPA ৪র্থ বিষয় সহ গণনা করা হয়েছে।

    রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩-২০২৪ পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি 

    ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা। পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০। এছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বিশেষ কোটার প্রার্থীদের আবেদন করতে
    হবে।

    এক বা একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে কেবল তারাই ইউনিটের নির্ধারিত চূড়ান্ত আবেদন ফি জমা দিবে।




    রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি ২০২৩-২০২৪

    এইচএসসি ২০২২ ও ২০২৩ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B ও C তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

    রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন পদ্ধতি ২০২৩-২৪


    আবেদন পদ্ধতিঃ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ২ টি ধাপে হয়ঃ 

    ১ম ধাপেঃ একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে কেবলমাত্র তারাই নির্ধারিত ইউনিটের ফি জমা দিবে।

    ২য় ধাপে / চূড়ান্ত আবেদন ধাপেঃ-
     
    • ইউনিট A (মানবিক) সার্ভিস চার্জসহ সর্বমোট ১ হাজার ৩২০ টাকা
    •  ইউনিট B (বাণিজ্য) সার্ভিস চার্জসহ সর্বমোট ১ হাজার ১০০ টাকা
    •  ইউনিট C (বিজ্ঞান) সার্ভিস চার্জসহ সর্বমোট ১ হাজার ৩২০ টাকা। 
    •  
     

    রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

    Rajshahi university (ru) admission circular 2023-24 All Information | রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

    Rajshahi university (ru) admission circular 2023-24 All Information | রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪















    আরো দেখুন 

    Tag:rajshahi university admission circular 202 ৩24,রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২৪,rajshahi university admission 2023-24,রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪,রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩-২৪,ru admission circular 2023-24

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)