পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন ? ব্যাখ্যা কর

পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন ? ব্যাখ্যা কর। 

উত্তর.পলিব্যাগ নার্সারির সুবিধা : যে নার্সারিতে পলিব্যাগে চারা উৎপাদন করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলা হয় । বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি বীজ অথবা অঙ্কুরিত বীজ পলিব্যাগে বপন করা যায় ।

পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদনের অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলজ ও বনজ চারাই পলিব্যাগে উৎপাদন করা হয় । পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদন করার প্রধান সুবিধাগুলাে হলোঃ

  •  যে কোন মাপের এবং ঘনত্বের তৈরি করা যায় । 
  • মজবুত ও দীর্ঘস্থায়ী ।
  •  হালকা ও সহজে পরিবহনযােগ্য । 
  • পলিব্যাগে উৎপাদিত চারার পরিচর্যা করা সহজ এবং চারা মৃত্যুহার কম । 
  • পলিব্যাগের চারা পরিবহন করা সহজ এবং পরিবহনে চারার কোন ক্ষতি হয় না । 
  • পলিব্যাগের চারা রােপণ করা সহজ ও মৃত্যুহার কম ।

পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন ? ব্যাখ্যা কর





                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)