প্রশ্নঃ-এসিডের সঙ্গা দাও?
ক ) উত্তরঃ যে সকল যৌগ জলীয় দ্রবনে বিয়ােজিত হয়ে ( H + ) আয়ন প্রদান করে তাকে এসিড বলে।যেমনঃ HCl ( হাইড্রোক্লোরিক এসিড ) ।
প্রশ্নঃ ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় কেন , ব্যাখ্যা কর?।
( খ ) উত্তরঃ অ্যাসিটিক এসিডের ( ৬-১০ ) % জলীয় দ্রবনকে ভিনেগার বলে । আমরা জানি যে সকল এসিড পানিতে আংশিক বিয়ােজিত হয় অর্থাৎ যতগুলাে এসিডের অণু থাকে তা সবগুলাে ( H + ) আয়ন তৈরি করে না তাকে দূর্বল এসিড বলে।তেমনি ভিনেগারও সম্পুর্ন রুপে পানিতে বিয়ােজিত না হয়ে আংশিক বিয়ােজিত হয় , এজন্য ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় ।
নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)