পল্লিসাহিত্যের ৫ টি উপাদানের নাম উল্লেখ করে তােমার পছন্দের যে কোনাে ২ টি উপাদান সম্পর্কে ১০ টি করে বাক্য লেখ? -৫ম সপ্তাহের নবম শ্রেণীর বাংলা এসাইনমেন্ট সমাধান ২০২০

নবম শ্রেণীর ৫ম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট সমাধান ২০২০

 প্রশ্ন - পল্লিসাহিত্যের ৫ টি উপাদানের নাম উল্লেখ করে তােমার পছন্দের যে কোনাে ২ টি উপাদান সম্পর্কে ১০ টি করে বাক্য লেখ ।

উত্তর : নিচে পল্লিসাহিত্যের ৫ টি উপাদান উল্লেখ করা হলাে

 ১. ছড়া বা ঘুমপাড়ানি গান 

২. রূপকথা ও উপকথা ; 

৩. ডাক ও খনার বচন ; 

৪. ময়মনসিংহ গীতিকা এবং

 ৫. পলিগান বা অমূল্য রত্নবিশেষ ।

নিচে আমার পছন্দের দুটি উপাদান সম্পর্কে ১০ টি বাক্য তুলে ধরা হলো 

১. খনার বচন : প্রখ্যাত মহিলা জ্যোতােষি খনার বলা চাষিদের উদ্দেশ্যে বলা কৃষি ও জলবায়ু বিষয়ক উক্তিগুলােকে খনার বচন বলা হয় । 

খনার ৫ টি বচন নিচে দেওয়া হলাে 

ক . ভাদ্রের চারি , আশ্বিনের চারি কলাই করি , যত পারি। খ . চাষী আর চষা মাটি এ দুয়ে হয় দেশ খাটি ।

গ . জৈষ্ঠ্যে খরা , আষাঢ়ে ভরা শস্যের ভার সহ না ধরা । ঘ . কলা রুয়ে না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত ঙ . যে না শােনেখনার বচন সংসারে তার চির পতন

২. প্রবাদ বাক্য : দীর্ঘদিন ধরে লােকমুখে প্রচলিত যে জনশ্রুতি বিশ্বাসযােগ্য আকারে জনসমাজে প্রকাশিত হয় , তাকে প্রবাদ বাক্য বলে । সহজ কথায় , আমরা কথায় কথায় যা জুড়ে দিই , তাকে প্রবাদ বাক্য বলে ।

নিচে ৫ টি প্রবাদ বাক্য দেখানাে হলাে 

ক , আপনি বাঁচলে বাপের নাম ।

খ . ধরি মাছ না ছুঁই পানি । 

গ . দাত থাকতে দাতের মর্যাদা নেই । 

ঘ . নাচতে না জানলে উঠান বাঁকা ।

 ঙ. কঁাচায় না নােয়ালে বাঁশ পাকলে করে টাস টাস ৷

পরিশেষে বলা যায় ... পল্লিসাহিত্যের বিচিত্র উপকরণগুলাে যদি সংরক্ষণ করা না হয় , তাহলে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলাে বিস্মৃতির অতলে তলিয়ে যাবে একদিন । সে কারণে বিখ্যাত ভাষা গবেষক , প্রাবন্ধিক ড . মুহম্মদ শহীদুল্লাহ এগুলাে সংগ্রহ করে পাশ্চাত্য সাহিত্যিকদের মতাে বিদ্বানদের সভা করে ফোকলাের সােসাইটি প্রতিষ্ঠা করে , প্রােলেটারিয়েট নিপীড়িত ও নির্যাতিতদের সাহিত্যকে বাঁচানাের তাগিদ উপলব্ধি করেছেন।



পল্লিসাহিত্যের ৫ টি উপাদানের নাম উল্লেখ করে তােমার পছন্দের যে কোনাে ২ টি উপাদান সম্পর্কে ১০ টি করে বাক্য লেখ? -৫ম সপ্তাহের নবম শ্রেণীর বাংলা এসাইনমেন্ট সমাধান ২০২০

পল্লিসাহিত্যের ৫ টি উপাদানের নাম উল্লেখ করে তােমার পছন্দের যে কোনাে ২ টি উপাদান সম্পর্কে ১০ টি করে বাক্য লেখ? -৫ম সপ্তাহের নবম শ্রেণীর বাংলা এসাইনমেন্ট সমাধান ২০২০

আরো দেখুনঃ-

Tag:পল্লিসাহিত্যের ৫ টি উপাদানের নাম উল্লেখ করে তােমার পছন্দের যে কোনাে ২ টি উপাদান সম্পর্কে ১০ টি করে বাক্য লেখ? -৫ম সপ্তাহের নবম শ্রেণীর বাংলা এসাইনমেন্ট সমাধান ২০২০,Class 9,5th Week Bangla Assignment  Solution 




                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)