The Miracle Morning Bangla PDF |দ্য মিরাকল মর্নিং PDF

  

' দ্য মিরাকল মর্নিং ' এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বইটির উজ্জীবনী শক্তি । নেতিবাচক শক্তির যে প্রভাব মানুষকে পিছনে টেনে নিয়ে যায় , যে ভুল দৃষ্টিভঙ্গীর কারণে মানুষ জীবনকে এক জায়গায় থামিয়ে রাখে , চিন্তার যে দৈন্য জীবনকে সংকীর্ণতায় আবদ্ধ করে রাখে , সীমাবদ্ধ যে ভাবনা জীবনকে আজীবন বঞ্চিত করে রাখে । বৃহত্তর জীবনের বিপুল আয়ােজন থেকে , ' দ্য মিরাকল মর্নিং সেসবের বিপক্ষে যেন এক প্রচন্ড ঝড়াে হাওয়া যা নিমিষেই বিতাড়িত করে দেয় জীবনের নেতিবাচক সবকিছু । জীবনকে নিয়ে যায় সাফল্যের এক নতুন ঠিকানায় ।

জীবনে যত খারাপ অবস্থায়ই আসুক না কেন সব সময় ঘুরে দাঁড়ানাের একটা না একটা পথ খােলা থাকবেই । একদিকে আমরা সবাই সুখী হতে চাই , অন্যদিকে আমরা সবাই জানি যে , কোন কাজগুলাে আমাদের সুখী করবে । কিন্তু , আমরা সেই কাজগুলাে করি কাজ ছাড়া আপনার জীবনের কিছুই বদলাবে । উপরােক্ত উক্তিগুলাে " দ্য মিরাকল মর্নিং " বইয়ের ; যেখানে লেখক হল এলর সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করার গুরুত্ব বর্ণনা করেছেন । তিনি s.A.V.E.R.S. এর অনুশীলনের মাধ্যমে জীবনে উন্নতি করার পথ দেখিয়েছেন । বইটি ব্যক্তি উন্নয়নের জন্য অবশ্য পাঠ্য বলে আমি মনে করি । অনুবাদক  অনেক ধন্যবাদ । তিনি অত্যন্ত সুন্দর ও সুখপাঠ্য হিসেবে বইটি আমাদের হাতে তুলে দিয়েছেন ।

       
     
           

  দ্য মিরাকল মর্নিং পিডিএফ |দ্য মিরাকল মর্নিং PDF Download 

  দ্য মিরাকল মর্নিং পিডিএফ |দ্য মিরাকল মর্নিং PDF Download

  দ্য মিরাকল মর্নিং PDF | The Miracle Morning Bangla Pdf | দ্য মিরাকল মর্নিং বই পিডিএফ

  Click Here To Download    

  Tag:দ্য মিরাকল মর্নিং পিডিএফ,দ্য মিরাকল মর্নিং PDF Download,The Miracle Morning Bangla Pdf,The Miracle Morning Pdf,দ্য মিরাকল মর্নিং বই                                 
  Previous Post Next Post
  আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন  

   

  আপনার নামের অর্থ জানতে ক্লিক করুন