জয়কলি রসায়ন বিচিত্রা পিডিএফ
সংক্ষেপে জয়কলি রসায়ন বিচিত্রা ১ম ও ২য় পত্র বই রিভিউ
বিচিত্রার রসায়ন বইটি নিঃসন্দেহে খুব ভালাে একটি বই । স্বল্প সময়ে ভার্সিটির প্রিপারেশন নিতে খুবই ফলপ্রসু । বাজারে রসায়নের যে বাের্ড বইগুলাে পাওয়া যায় তা গত বাধা আর এলােমেলাে ভাবে অধ্যায় । সাজানাে থাকে । অনেক সময় দেখা যায় যে , অধ্যায় সম্পূর্ণ পড়া থাকলেও পরীক্ষায় ভালাে করার জন্য অধ্যায়ের বাইরেও অনেক কিছু জানা লাগে । বিচিত্রার রসায়ন বইটিতে ছন্দের সাহায্যে রসায়নের জটিল বিষয়গুলােকে উপস্থাপন করা হয়েছে । এছাড়া প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য একজায়গায় গুছিয়ে লেখা হয়েছে । অধ্যায়ের ম্যাথগুলাের নির্ভুল সমাধান দেয়া আছে।যা একজন শিক্ষার্থীকে রসায়ন বিষয়ে শক্ত ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে ।
“নাকের কাছে মারলে ঘুষি সেরে যাবে প্রেমের কাশি”তুমি ইন্টার প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষে বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছো। দীর্ঘদিন চলে গেছে কিন্তু তুমি রসায়নে ভালো করতে পারছো না। কোনোভাবেই তোমার এই বিষয়টির উন্নতি হচ্ছে না।এতে দিন দিন এই বিষয়টার প্রতি তোমার ইন্টারেস্ট কমে গেছে। অবশ্য অনেকের ক্ষেত্রেই এমনটা হয়।এর কারণ হলো না বুঝে পড়াশুনা করা। রসায়ন বিষয়টা আসলে জোড় করে পড়ার নয়। পড়তে হয় আনন্দের সহিত। ছন্দ দিয়ে, আনন্দ করে।
মনে করো তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি। সাধারণভাবে যে একটা টপিক তুমি কোনোভাবেই বুঝতে পারছো না, সেটা যদি ছন্দের মতো হয় তবে কেমন হয় একটু দেখো।
উদাহরণঃ ১
ম্যাক্রো মিনারেলসমূহ মনে রাখার ছন্দ-
“নাকের কাছে মারলে ঘুষি সেরে যাবে প্রেমের কাশি”
নাকের Na, K
কাছে Ca
মারলে ঘুষি Mg
সেরে যাবে S
প্রেমের P
কাশি Cl
ব্যাস হয়ে গেলো তোমার আজীবনের জন্য মুখস্থ।
এমন হাজারো ছন্দের বই মানেই হলো জয়কলির বই।
তাই রসায়নে ভালো করতে এই বইটির বিকল্প নেই।
জয়কলি রসায়ন বিচিত্রা (১ম ও ২য় পত্র) পিডিএফ | Joykoly Chemistry Bichitra PDF |রসায়ন বিচিত্রা পিডিএফ
প্রিয় শিক্ষার্থী জয়কলির রসায়ন বিচিত্রা বই পিডিএফ এখন ও কপিরাইটের আওতায় রয়েছে। তাই অপেক্ষায় থাকুন খুব দ্রুত Joykoly Chemistry Bichitra PDF পিডিএফ আমরা এড করে নেবো।
জয়কলি রসায়ন বিচিত্রা PDF
| বই | জয়কলি রসায়ন বিচিত্রা |
| প্রকাশক | জয়কলি |
| মোট পেইজ সংখ্যা | ৯১ |
| PDF Password | Educationblog24.com |
joykoli Chemistry bichitra pdf
টাগঃজয়কলি রসায়ন বিচিত্রা (১ম ও ২য় পত্র) পিডিএফ , Joykoly Chemistry Bichitra PDF, রসায়ন বিচিত্রা পিডিএফ,জয়কলি প্রকাশনার বই সমূহ,জয়কলি রসায়ন বিচিত্রা pdf
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


