নটর ডেম কলেজঃ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ | একাদশে ভর্তি বিজ্ঞপ্তি নটর ডেম কলেজ ২০২০-২০২১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় নটর ডেম কলেজকে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে । বিগত দুই বছর আমরা ভর্তির আবেদনকারী সকল প্রার্থীর জন্য পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আসছি । কিন্তু করােনা ভাইরাসের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি ও সরকারি অন্যান্য নির্দেশনা অনুসরণ করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে বিধায় এ বছর কোন ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না । তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত । ভর্তির জন্য এস.এস.সি. পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও বিষয়ের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে । মেধাক্রম সমান নম্বরধারীর সংখ্যা আসন সংখ্যার তুলনায় বেশি হলে বিজ্ঞান বিভাগ - এর উচ্চতর গণিত , জীববিজ্ঞান ও ইংরেজি , ব্যবসায় শিক্ষা বিভাগ - এর হিসাববিজ্ঞান , ইংরেজি , তথ্য ও যােগাযােগ প্রযুক্তি , মানবিক বিভাগ - এর ইংরেজি , বাংলা , তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়ে অধিক নম্বর প্রাপ্ত প্রার্থীকে ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগােষ্ঠি , সংখ্যালঘু , প্রতিবন্ধি , মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে । আগামী ১৪ জুন ভর্তির চূড়ান্ত ফলাফল মােবাইলে SMS করে জানানাে হবে । ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজ ওয়েবসাইটে দেওয়া হবে।১। নটর ডেম কলেজ নিজস্ব অনলাইন - এ ভর্তির আবেদন গ্রহণ করবে ।
২। ভর্তির আবেদন জুন দুপুর ১২:০১ মিনিট হতে ১১ জুন দুপুর ১২ টা পর্যন্ত সরাসরি ওয়েবসাইট https://www.meampus-admission.online/ndc/ অথবা নটর ডেম কলেজের নির্দিষ্ট ওয়েবসাইট www.notredamecollege-dhaka.com থেকে অনলাইনে আবেদন বলা আবেদন করার নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেয়া আছে । ভর্তির আবেদন ফি ( অফেরতযােগ্য ) বাবদ ২২৫ / - ( ভর্তি আবেদন ফি বাবদ ২২০ / - + bKash চার্জ ৫ / - ) টাকা অনলাইনে আবেদন করার সময় দিতে হবে । আবেদনকারী ১১ জুন দুপুর ১২ টা পর্যন্ত bKash পেমেন্ট করার সুযােগ পাবে । পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যােগ্যতা অর্জন করলে ফল পাওয়ার সাথে সাথে কলেজে এসে যােগাযােগ করতে হবে । হেলপ লাইন নম্বর : ০১৯৩৩৩২২৫৩০ , ০১৯৩৩৩২২৫৩১ , ০১৯৩৩৩২২৫৩২ , ০১৯৬৭৬০৭৭৭৭ ( সকাল ৮:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত ) ।
৩। ভর্তির আবেদনের ন্যূনতম যােগ্যতা : বিজ্ঞান বিভাগ - বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন ( উচ্চতর গণিতসহ ) GPA 5.00 , মানবিক বিভাগ GPA - 3.00 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ GPA- 4.00 । এস , এস , সি - তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না ।
৪। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA - 4.50 , বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA - 3.50 ।
৫। আসন সংখ্যা বিজ্ঞান বিভাগ - বাংলা মাধ্যম -১৭৮০ , ইংরেজি ভার্সন -৩০০ , মানবিক বিভাগ -৪০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ -৭৫০ ।
৬। ভুল / অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেয়া হবে না ।
বিদ্র , যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফরম ' পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না , যারা ধূমপান করে এবং উপরে উল্লেখিত ভর্তি প্রক্রিয়া যারা মানতে রাজি নয় তাদের আবেদন করার প্রয়ােজন নেই।
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)