এক নজরে রাষ্ট্র ও সরকার প্রধান প্রশ্নোত্তর

এক নজরে রাষ্ট্র ও সরকার প্রধান প্রশ্নোত্তর
এক নজরে রাষ্ট্র ও সরকার প্রধান প্রশ্নোত্তর

১) কিউবার নতুন প্রধানমন্ত্রী?
- ম্যানুয়েল মারেরো ক্রুজ
২) লেবাননের নতুন প্রধানমন্ত্রী কে?
- অধ্যাপক হাসান দিয়াব
৩) বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে?
- সানা মেরিন (ফিনল্যান্ড)
সংস্থার প্রধান
৪) এশীয় উন্নয়ন ব্যাংকের(ADB) দশম প্রেসিডেন্ট কে?
- মাসাতসুগু আসাকাওয়া (জাপান)
৫) ১ জানুয়ারি ২০২০G7’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)
সংস্থার সদস্য
৬) ১ ফেব্রুয়ারি ২০২০ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) ১২৩তম সদস্যপদ লাভ করে?
- কিরিবাতি
৭) ১ জানুয়ারি ২০২০ কোন দেশটি OPEC’র সদস্য পদ প্রত্যাহার করে?
- ইকুয়েডর
৮) OPEC’র বর্তমান সদস্য দেশ কতটি?
- ১৩টি
সম্মেলন
৯) ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
- ২২-২৭ জুন ২০২০
১০) ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- কিগালি, রুয়ান্ডা
১১) ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-26) কবে অনুষ্ঠিত হবে?
- ৯-১৯ ডিসেম্বর ২০২০
১২) ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-26) কোথায় অনুষ্ঠিত হবে?
- গ্লাসগো, স্কটল্যান্ড
রিপোর্ট-সমীক্ষা
১৩) ২০১৯ সালের টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে?
- গ্রেটা থানবার্গ (সুইডেন)
১৪) ২০১৯ সালে বিশ্বের শীর্ষ প্রভাবশালী নারী কে?
- অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)
১৫) ২০১৯ সালের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
- আইসল্যান্ড
১৬) ২০১৯ সালের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- ৫০তম
১৭) ২০১৯ সালের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
- ইয়েমেন
১৮) ২০১৯ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
- সিঙ্গাপুর
১৯) ২০১৯ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
- ভেনিজুয়েলা
২০) ২০১৯ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- ৮৩তম
মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৯
২১) শীর্ষ দেশ কোনটি?
- নরওয়ে
২২) সর্বনিম্ন দেশ কোনটি?
- নাইজার
২৩) বাংলাদেশের অবস্থান কততম?
- ১৩৫তম
২৪) গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
- হংকং
২৫) মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
- কাতার
২৬) সার্কভূক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
- মালদ্বীপ
২৭) ২০১৯ সারের Ballon d’or বিজয়ী কে?
- লিওনেল মেসি
২৮) ১৮ ডিসেম্বর ২০১৯ ওয়ানডে ক্রিকেটে ৪৯তম হ্যাটট্রিক করেন কে?
- কুলদীপ যাদব (ভারত)
২৯) বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি কে?
- জয়া চাকমা
সংগৃহীত
                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)