এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২১ | এস এস সি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২১ | SSC Physics Suggestion 2021
★প্রথম অধ্যায় তেমন গুরুত্বপূর্ণ নয়।
▪২য় অধ্যায়ঃ গতি ***
সৃজনশীল এবং নৈর্ব্যত্তিক উভয়ের জন্য গুরুত্বপূর্ণ যে টপিকটি, “গতি সংক্রান্ত বিভিন্ন রাশির পারস্পরিক সম্পর্কঃগতির সমীকরণ” এই টপিকটি। ☑ আবারো বলছি তোমার বোর্ড বই থেকে এই শিরোনামে গতি অধ্যায় থেকে যা আছে ম্যাথ থেকে শুরু করে সবকিছুই খুব ভালোভাবে পড়ো।
➡ এবার এই অধ্যায় থেকে কিছু টপিক এর নাম বলে দিচ্ছিঃ
১। গতি সংক্রান্ত বিভিন্ন রাশির পারস্পরিক সম্পর্কঃগতির সমীকরণ
২। পড়ন্ত বস্তুর গতি
৩। গতি ও লেখচিত্র
🔺স্কেলার রাশি ও ভেক্টর রাশি সনাক্তকরণের জন্য একটা নৈর্ব্যত্তিক খুবই কমন। তো একটা ব্যাপার মনে রাখবে।
ভেক্টর রাশি মনে রাখার ছন্দঃ ভবেসব প্রিয়তম ভাসে প্রেমের জলে
ভ- ভরবেগ
বে- বেগ
স- সরণ
ব- বল
প্রিয়- প্রাবল্য
ত- ত্বরণ, তড়িৎ তীব্রতা
ম- মন্দন
ভাসে- ভ্রামক (বলের ভ্রামক, চৌম্বক ভ্রামক)
প্রেম- পৃষ্ঠটান, প্লবতা, পীড়ন
এস এস সি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২১| এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২১
টেস্ট পেপার সলভ করার সময় খুব কমন একটি প্রশ্ন, বোর্ড এক্সামে আসার মতোন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
➡পরম স্থিতি ও গতি এগুলো নিয়ে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়। এই অধ্যায় থেকে যত রকমের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে, যতরকমের প্রশ্ন আসা সম্ভব তা নিটার স্কুল ফিজিক্সে দেওয়া আছে । তাই, এই ব্যাপারটি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই(উওর সহ দেওয়া আছে)।
এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২১ | এস এস সি পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন ২০২১ | ssc Physics suggestion 2021
▪অধ্যায় ৩য়ঃ বল ***
➡ এই অধ্যায় থেকে কিছু টপিক দেখে নেওয়া যাকঃ
১। বল এবং ত্বরণের সম্পর্ক – নিউটনের দ্বিতীয় সূত্র
২। ভরবেগের সংরক্ষণ সূত্র এবং সংঘর্ষ
৩। ঘর্ষণ ও ঘর্ষণ বল
৪। ভরবেগ
এই টপিক গুলো থেকে সৃজনশীল এবং নৈর্ব্যত্তিক উভয়ই আসবে।
★★★প্রশ্নের ধরন নিয়ে ধারনা-
★অধ্যায়টি ৩ভাগে ভাগ করা যায় । ১ম পার্ট কাজ, ২য় পার্ট শক্তি আর তৃতীয় পার্ট ক্ষমতা।
★কাজ থেকে কেমন প্রশ্ন হয়ঃ
ঢাকা বোর্ড ২০১৬ সালে , ঢাকা বোর্ড ২০১৯ সালে কাজ থেকে যথাক্রমে প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো এসেছে। কুমিল্লা বোর্ড ২০১৯ সালে এই টপিক থেকে প্রশ্ন এসেছলো। দুই ক্ষেত্রেই দেখো, যখনই উচ্চতর দক্ষতার প্রশ্নটি আসে, দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করে সমাধান করতে হয়। দুইজন ব্যক্তির ভর দেওয়া থাকে। তার মানে , ‘কাজ’ এই টপিক থেকে অবশ্যই তোমরা বোর্ড পরীক্ষার জন্য এই ধরণের প্রশ্ন সমাধান করে যাবে। মজার বিষয় খেয়াল করো , ঢাকা বোর্ড ২০১৬ সালে যা প্রয়োগমূলক প্রশ্ন ছিলো , হুবুহু একই টাইপ চট্টগ্রাম বোর্ড ২০১৯ সালে প্রয়োগমূলক প্রশ্ন হিসেবে এসেছে। তার মানে কী দাঁড়ায় ? এক বোর্ডের প্রশ্ন অবশ্যই অন্য বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ ।ও হ্যাঁ ! প্রশ্নটা ছিলো এমন যে , ‘ একটা নির্দিষ্ট লিটার(পরিমাণ দেওয়া ছিলো) পানিকে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলতে কী পরিমাণ কাজ করতে হবে?’
=>অতএব , তুমি যেই বোর্ডেই হও না কেন ,’কাজ’ এই টপিক থেকে কী প্রিপারেশন নিতে হবে বুঝতে পেরেছো ? তবে বোর্ড পরীক্ষার জন্য কাজ টপিকটি , তুলনামূলকভাবে ক্ষমতা এবং শক্তি টপিক দুটি থেকে কম গুরুত্বপূর্ণ।
★চলো এবার দেখি, শক্তি এই টপিক থেকে।
আচ্ছা , এই ধরণের ম্যাথমেটিকাল প্রবলেম পারো কিনা দেখো তো! চিত্র দিয়ে দিবে। তারপর বলবে, একটা নির্দিষ্ট উচ্চতার কোনো দালানের ছাদ হতে কোনো বস্তুকে ফেলে দেওয়া হলো।A ছাদ নির্দেশ করে ,B ভূমি হতে ½ h m উচ্চতায় থাকলে এবং C ভূমি হলে A, B ও C অবস্থানগুলোতে বস্তুর মোট শক্তি অপরিবর্তনীয় অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে – এই যে খুব কমন টাইপ একটা প্রশ্ন ! হ্যাঁ এটা থেকে বোর্ডে এত বেশি প্রশ্ন হয় -_- মোটামুটি সব বোর্ডেই এই পর্যন্ত এই টপিক থেকে প্রশ্ন আসছে ।আর এক বোর্ডের প্রশ্ন আরেক বোর্ডে রিপিট হয়। তোমরা অবশ্যই ১৭,১৮ সালের সালের সৃজনশীলগুলো প্র্যাকটিস করে যাবে ভালোভাবে, এই টপিক থেকে। তাছাড়াও এই টাইপের মধ্যে, বলতে পারে বিভব শক্তি গতি শক্তির এক তৃতীয়াংশ তা দেখাতে , এরকম প্রশ্ন ও আসে । মোট কথা, মোটা দাগে লিখে নাওঃ শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে অবশ্যই অঙ্ক পারতে হবে। যেখানেই এই সম্পর্কিত প্রশ্ন দেখবে প্র্যাকটিস করবে।সারমর্মে বলা যায়
এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২১ | এস এস সি পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন ২০২১ | ssc Physics suggestion 2021
★বিভবশক্তি , গতিশক্তির সমান বা এক-তৃতীয়াংশ প্রমাণ করা, আর শক্তির সংরক্ষণশীলতা নীতে –এই দুটি টপিক থেকে ঘুরায়ে ফিরায়ে বোর্ডে ম্যাথ আসে।
এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২১| এস এস সি পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন ২০২১
এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২১ | এস এস সি পদার্থবিজ্ঞান চূড়ান্ত সাজেশন ২০২১
এসএসসি ২০২১ - পদার্থবিজ্ঞান উত্তরমালা | এস এস সি পদার্থবিজ্ঞান চূড়ান্ত সাজেশন ২০২১
এসএসসি ২০২১- পদার্থবিজ্ঞান উত্তরমালা
এস এস সি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২১| এস এস সি ২০২১পদার্থবিজ্ঞান সাজেশন
টাগঃএস এস সি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২১,এস এস সি ২০২১ পদার্থবিজ্ঞান সাজেশন,এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২১, এস এস সি - ২০২১ পদার্থবিজ্ঞান, উত্তরমালস, এস এস সি পদার্থবিজ্ঞান সাজেশন, পদার্থবিজ্ঞান সাজেশন ২০২১ এস এস সি