এইচএসসি পরীক্ষা ২০২০-সর্বশেষ ৬০ দিনের প্রস্তুতি

এইচএসসি পরীক্ষা ২০২০-সর্বশেষ ৬০ দিনের প্রস্তুতি  

এইচএসসি পরীক্ষা ২০২০

সর্বশেষ ৬০ দিনের প্রস্তুতি-

খুব সহজ একটা টেকনিক বলে দিবো তোমাদের জন্য। এখন আর চোখ খুলে দিনরাত পড়লেই হবেনা। মাথাটাকেও খুলতে হবে। আর একটু প্ল্যান অনুযায়ী পড়তে হবে।

অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করো সামনে কটা দিন কিভাবে পড়ব , বই শেষ হয়নি। কিছুই পড়া হয়নি। খুব হতাশায় আছি ইত্যাদি । তোমাদের সবাইকে বলা , প্লাস পাওয়া খুব সহজ। একটা ট্রিক ব্যবহার করতে পারো। বিষয় অনুযায়ী বলছি।

মাথা ঠান্ডা করে একবার পড়। আমি যেহেতু বিজ্ঞানের তাই বিজ্ঞানের বিষয়গুলোই দিলাম। কিন্তু একই ট্রিকস সব বিভাগ(মানবিক,ব্যবসা) বিষয়েই খাটাতে পারো।
-------------------------------------------------
★ উচ্চতর গণিত---
■ [১ম ও ২য় পত্র ] (১-১০) অধ্যায় -প্রতিটা অধ্যায় থেকে ৫ টা করে সৃজনশীল করো , পাঁচটা যেন ৫ টাইপের হয়। টেস্টপেপার কিংবা বই যেখান থেকে পারো করো। ইচ্ছে করলে তোমার যে চ্যাপ্টারগুলো কঠিন লাগে ১ টা ২ টা বাদ দিতে পারো। ক্যালকুলাসে টাইপ একটু বেশী তাই ১০ টা করে করবা, এতে কোনো রিস্ক থাকবেনা ।(এসএ)

তাহলে মোট হয় দুইপত্র মিলিয়ে হলো ১১০ টা প্রশ্ন। কয়েকটা অধ্যায় খুব সহজ। ম্যাট্রিক্স - ভেক্টর - ফাংশন- বাস্তব সংখ্যা-যোগজীকরণ তুমি পারো। তবুও পাঁচটা করে সৃজনশীল কর। এই ১০০ টা নিয়ে একটা নোট তৈরি কর। দুই তিনদিন লাগবে একশটা করতে। যদি ভালো ভাবে বুঝে করতে পারো । তাহলে সৃজনশীল নৈর্বক্তিক দুইটাই কাভার করবে। কমন পাবাই।

তবে হ্যা। এই ১১০ টা করলেই সব শেষনা। তুমি এই ১১০ টাকে বেইজ করে আগাতে পারো। নোট করে নিবে। তারপর মাঝে মাঝে দেখবে। পরীক্ষার আগে যে দুইতিনদিন সময় পাবা তার মাঝে যে অধ্যায়গুলাতে আরো টাইপের অংক আছে ঐগুলা করবা। কিন্তু এইগুলা প্রথমে আয়ত্তে আনবা।

------------------------------------------------
★রসায়ন
১ম পত্র---- ২,৩,৪ অধ্যায়গুলো থেকে দশটা করে সৃজনশীল পড়বা।
১,২ এই দুইটা থেকে পাঁচটা করে দশটা পড়বা।
২য় পত্র--- ১,২,৩,৪অধ্যায়গুলো থেকে দশটা করে পড়বা
৫ থেকে পাঁচটা

মোট হলো ৯০ টা। এই নব্বইটা প্রশ্নও নোট করে নিবা। সৃজনশীল ফুল কমন।
------------------------------------------------
★পদার্থবিজ্ঞান

একই সিস্টেম এই বিষয়েও।
১ম- ১ অধ্যায় সৃজনশীল লাগবেনা
২য় পত্র- ১১ অধ্যায় সৃজনশীল লাগবেনা

বাকীগুলো থেকে পাঁচটা করে সৃজনশীল ভালোভাবে পড়।(এসএ)

টোটাল ৯৫ টা।
-----------------------------------------------
★জীববিজ্ঞান

১ম পত্র----২,৩,৮,৯,১০,১১- এই অধ্যায়গুলো থেকে পাঁচটা করে।
২য় পত্র ----- ১,২(হাইড্রা), ৪, ৬,৭,১০,১১ অধ্যায়গুলো থেকেও পাঁচটা করে।

অন্যগুলো পড়ে সময় পেলে পড়বা।
----------------------------------------------
★ইংরেজি+বাংলা

কিচ্ছু বলার নাই। আগের বছরের বোর্ড আর দশ পনেরটা কলেজ।
----------------------------------------------
★আইসিটি

(১,২,৬)অধ্যায়গুলো থেকে----৫ টা করে সৃজনশীল পড়বে
(৩,৪,৫)অধ্যায়গুলো থেকে----১০টা করে সৃজনশীল পড়বে

★ এবার আসো এমসিকিউ --- প্রত্যেকদিন প্রত্যেক বিষয়ের একটা করে মডেল করো। ৩০ দিন পর হবে ৩০ টা।
আর এই দিনে তোমার সব বিষয়ের সৃজনশীল মোটামুটি শেষ।

এখন বাকি ২০ দিনগুলো নোট করা সৃজনশীলগুলো রিভিশন দাও। Mcq যে ত্রিশটা করেছ সেগুলোও রিভিশন দাও।
আর হ্যা Mcq পড়ার সময় অবশ্যই কঠিনগুলো টুকে রাখবে আলাদা একটা খাতায়। রিভিশনে অনেক সুবিধে হবে।

☆☆☆ কমার্স , আর্টস ও এই সিস্টেম ফলো করো। সব বিষয়ের অধ্যায়গুলো জন্য গুরুত্ব বুঝে সৃজনশীল পড়।

★ এই কাজগুলো শেষ করতে ৩০ দিনের বেশী লাগবেনা আশা করি। সুন্দর একটা রুটিন করে শুরু করে নাও। আর হ্যা তোমার রুটিন তুমিই করবা

যাই হোক প্রত্যেকটা অধ্যায় থেকেই সৃজনশীল করতে বললাম এই কারণে যে এর সাথে যেন নৈর্বক্তিক ও একটু কাভার হয়। জানিনা কতটুকু উপকার হবে। তবে আমি এই ট্রিকসটাই ব্যবহার করেছিলাম আমার বেলায়। তোমাদের কথা আলাদা, তবে অন্ধকারে পথ খোঁজার চেয়ে একটু আলোয় হাঁটা ভালো নয়কি???


প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করার।এরপরও যদি বেশি কিছু জানার প্রয়োজন মনে করো,আইডি ফলো দিয়ে রাখতে পারো ✅কারণ কিছুদিনের মাঝে এ-সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস্ দেয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ❗
শুভকামনা রইল ❤
                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)