এইচ এস সি অর্থনীতি ১ম পত্র সাজেশন ২০২০ | Hsc Economic 1st Paper Suggetion 2020

এইচ এস সি অর্থনীতি ১ম পত্র সাজেশন ২০২০ | Hsc Economic 1st Paper Suggetion 2020    

এইচ এস সি অর্থনীতি ১ম পত্র সাজেশন ২০২০ | Hsc Economic 1st Paper Suggetion 2020

👉সাজেশনটি সম্পূর্ণ বিগত বছরের প্রশ্ন Analysis করে করা☺️। মন চাইলে নিজে পড় এবং পরিচিতোদের দাও😍।

📚এইচ এস সি অর্থনীতি ১ম পত্র সাজেশন ২০২০

🌺গ্রুপের অনেকের কাছে শুনি অর্থনীতি নিয়ে তাদের ভয়ের বিশদ কাহিনী। এই ভয়কে জয় করার জন্য অনেকে টনিক চেয়ে sms কর। তাই ভাবছিলাম তোমাদের এই চিন্তা দুর করার জন্য কি টনিক দেয়া যায়! অনেক ভাবার পর মনে হলো না টনিক না তোমাদের কিছু কথা উপহার দিব। যে কথা গুলি তোমাদের দৃষ্টি ভঙ্গি বদলে দেবে। দেখ অর্থনীতির পুরো সাবজেক্ট টাই মানব জীবন, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় কর্মকান্ডকে ঘিরে রেখেছে। একটা মজার বিষয় হল অর্থনীতি একটি বাস্তব মুখী সাবজেক্ট। অনেকেই এখন ভাবছো যে বাকি সাবজেক্ট গুলা কি তাহলে অবাস্তব! না ওগুলাও বাস্তব, তবে অর্থনীতি যেভাবে আমরা প্রত্যক্ষ দেখতে পায় অন্য গুলা সেভাবে পায় না। বুঝতে পারনি তাইনা!

🌺চলো বুঝিয়ে দেয়, ধরে নাও তুমি ডাক্তার, তো তুমি তোমার রোগীকে নিয়ে অপারেশন থিয়েটারের দরজায় ঝুলানো লাল বাত্তি জ্বালিয়ে হন হন করে ঢুকে গেলা এদিকে রোগীর আত্মীয় স্বজনরা তো বাইরে বসে দোয়া ইউনুস পড়ে আর একজন আরেক জনের দিকে তাকাই, কারণ দরজা তো বন্ধ! যারা মেডিকেল নিয়ে পড়েছে তারাই শুধু মাত্র সেখানে যেকে পারে। বাট ভিতরে কি হচ্ছে, কিভাবে হচ্ছে তা তোমার জানার বাইরে। ডাক্তার বের হয়ে যদি বলে অপরেশন সাকসেসফুল তো তোমরা খুশিতে দৌড়ে এসে একে অপরকে জড়িয়ে ধরবা আর যদি বলে "আই এম সরি" তো যে যেখানে ছিলা সেখানে শুয়ে পড়ে কান্নায় গড়াগড়ি করবা। যা হবে সব তোমাদের জানার বাইরে। গুটি কয়ক জন জানবে শুধু।

🌺আবার ধর তুমি রসায়ন নিয়ে পড়ছো, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কিভাবে পানি হল তা সবার জানার বাইরে, কিন্তু এই পানি আমরা সবাই খাচ্ছি। তার মানে এটা সবার প্রত্যক্ষ বিষয় না।

🌺পদার্থ নিয়ে যারা পড়ছে তারাই একমাত্র বুঝতে পারছে মহাকাশ কিভাবে ঘুরছে আর জ্যোৎস্না রাত কিভাবে হচ্ছে কিন্তু জ্যোৎস্না রাতের মজা সবাই লুটে নিচ্ছে।

🌺ইতিহাসের ছাত্ররা তার বাপ দাদার জন্মের আগের ঘটনা পড়তে যেয়ে মাথা গুলাই ফেলে। কে কবে পানি পথে যুদ্ধ করেছিল আর কে কবে সিংহাসনে বসেছিলো তা নিজে প্রত্যক্ষ না করে কালো কালির উপর ভরসা করে মন্ত্রের মত পড়ে যায়।

🌺কিন্তু তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, মেডিকেল, রসায়ন, পদার্থ, ইতিহাসের সবাই অর্থনীতির অংশ। যে যার জায়গা থেকে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

🌺ডাক্তার টাকা ইনকাম করে পরিবার পরিচালনা করছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে, তুমি বাবার কাছ থেকে টাকা নিয়ে বন্ধুদেরকে ট্রিট দিচ্ছো, তোমার মা টাকা নিয়ে গয়না, সাড়ি কিনছে , এভাবে ভেবে দেখ সমাজের প্রত্যেকটা মানুষই নিজ নিজ জায়গা থেকে অর্থনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এবং প্রত্যক্ষ করছে। কারো চোখকে ফাকি দিয়ে কিছু হচ্ছে না।

🌺এখন আসো, অর্থনীতি সাবজেক্টটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত। কিন্ত সমস্যাটা হল আমরা এর বেসিক বিষয়গুলো না বুঝার কারনে জটিল মনে করি। অর্থনীতির প্রতিটা অধ্যায় তুমি পড়ে দেখ কোন না কোন ভাবে তুমি তার সাথে জড়িত। অর্থনীতি থেকে তোমাদের দুই ধরনের প্রশ্ন হয়। নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল।

🌺নৈর্ব্যক্তিক ভাল করার জন্য সম্পূর্ণ বই ভাল করে পড়ার বিকল্প নেই। টেস্ট পেপার থেকে বোর্ড ও বিভিন্ন কলেজের প্রশ্ন প্রেক্টিস করলেও অনেক কাজে দিবে। আর সাজেশন বলতে সৃজনশীল এর জন্য ই দেওয়া যায়।

🌺সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো দেওয়া হল। এর চেয়ে সংক্ষিপ্ত করার স্কুপ নাই। এই গুলি যদি বুঝে পড়তে পার তবে যে যেখান থেকেই প্রশ্ন করুক তুমি উত্তর দিতে পারবা। দেখে নাও....

✏️প্রথম অধ্যায়ঃ-

১. স্যামুয়েলসন এর তিনটি মৌলিক সমস্যা
[গ্রাফ গুলো মনোযোগ সহকারে দেখবে]
২. উৎপাদন সম্ভাবনা রেখার ব্যবহার।
৩. উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়।
৪. অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায় [উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ।
গ্রাফগুলো খুব মনোযোগ সহকারে পড়বে]
৫. অর্থব্যবস্থা গুলো।

✏️দ্বিতীয় অধ্যায়ঃ-

১. মোট ও প্রান্তিক উপযোগ [এখান থেকে ম্যাথ থাকতে পারে]
২. মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি।
৩. সরলরেখার ঢাল নির্ণয়।
৪. চাহিদা বিধি, চাহিদা সূচি ও চাহিদা রেখা নির্ণয়।
৫. চাহিদা বিধির ব্যতিক্রম [খুবই গুরুত্বপূর্ণ]
৬. পরিপূরক ও পরিবর্তক দ্রব্য।
৭. চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা।
৮. মোট ব্যয় পদ্ধতিতে স্থিতিস্থাপকতা
নির্নয় [গ্রাফ গুলো ভালভাবে বুঝার চেষ্টা
করবে]
৯. স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার পার্থক্য।
১০. যোগান বিধি, যোগান সূচি ও যোগান রেখা নির্ণয়।
১১. ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়।

✏️তৃতীয় অধ্যায়ঃ-

১. উৎপাদন এর চারটি উপকরণের বৈশিষ্ট্য।
২. উৎপাদন বিধি [৩ টি প্রকারভেদ গ্রাফ
সহকারে ভাল ভাবে পড়বে, তবে
ক্রমহ্রাসমান টা বেশি গুরুত্ব দিবে]
৩. মাত্রাগত উৎপাদন।
৪. মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয়, মোট ব্যয় - এই তিনটির গ্রাফ।
৫. গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয়, গড়
ব্যয়- এই তিনটির গ্রাফ।
৬. কেন স্বল্পকালে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়?
৭. প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়ের মধ্যে সম্পর্ক।
৮. পূর্ণ প্রতিযোগিতামূলক ও অপূর্ণ
প্রতিযোগিতামূলক বাজারে মোট আয়, গড়
আয় ও প্রান্তিক আয় রেখা।
৯. ফার্ম কিভাবে মুনাফা সর্বোচ্চকরণ
করে? [প্রয়োজনীয় শর্ত ও পর্যাপ্ত শর্ত খুবই
গুরুত্বপূর্ণ]

✏️চতুর্থ অধ্যায়ঃ-

১. পূর্ণ প্রতিযোগিতামূলক ও একচেটিয়া
বাজার [খুবই গুরুত্বপূর্ণ, কোসচেন থাকার
সম্ভাবনা অত্যাধিক। তাই একদম তামাতামা করে ফেলবে]
২. অলিগোপলি বাজার।
৩. ফার্ম ও শিল্পের পার্থক্য।
৪. স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক
বাজার ও একচেটিয়া বাজারে ভারসাম্য
নির্ধারণ [ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান
থেকে ম্যাথ ও গ্রাফ দুটোই থাকতে পারে]

✏️পঞ্চম অধ্যায়ঃ-

১. শ্রমের চাহিদা, শ্রমের যোগান।
২. শ্রমের মজুরি নির্ধারণ [ম্যাথ বেশি গুরুত্বপূর্ণ]
৩. আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য।
৪. শ্রমের গতিশীলতা।

✏️ষষ্ঠ অধ্যায়ঃ-

১. স্থায়ী মূলধন ও চলতি মূলধনের পার্থক্য।
২. মূলধনের গতিশীলতা।
৩. মূলধনের যোগান।

✏️সপ্তম অধ্যায়ঃ-

১. সংগঠন ও সংগঠকের মধ্যে তুলনামূলক
আলোচনা।
২. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
৩. এনজিও।
৪. ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প [খুবই গুরুত্বপূর্ণ]

✏️অষ্টম অধ্যায়ঃ-

১. খাজনা কেন দেই?
২. মোট খাজনা বনাম অর্থনৈতিক খাজনা।
৩. রিকার্ডোর খাজনা তত্ত্ব [ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট]
৪. রিকার্ডোর খাজনা তত্ত্বের সমালোচনা।
[ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট]
৫. আধুনিক খাজনা তত্ত্ব [ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট]
৬. নিম খাজনা।

✏️নবম অধ্যায়ঃ-

১. জিডিপি ও জিএনপি এর পার্থক্য,
কিভাবে ক্যালকুলেট করতে হয় [ম্যাথ গুরুত্বপূর্ণ]
২. উৎপাদন, আয় ও ব্যয়ের দিক দিয়ে মোট
জাতীয় আয় [ম্যাথ গুরুত্বপূর্ণ]
৩. সামগ্রিক আয় ও ব্যয়।
৪. ভোগ, সঞ্চয়, বিনিয়োগ [স্বয়ম্ভূত, প্ররোচিত]
৫. মুক্ত অর্থনীতি বনাম আবদ্ধ অর্থনীতি।
৬. আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য [ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট]

✏️দশম অধ্যায়ঃ-

১. অর্থের মূল্য।
২. মুদ্রার চাহিদা [ফিশারের মতামত,
কেম্ব্রিজ মতামত, কেইনস এর মতামত]
৩. মুদ্রার যোগান [ফ্রিডম্যান, গার্লি ও ফিশারের মতামত]
৪. অর্থের পরিমাণ তত্ত্ব [ভেরি ভেরি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট]
৫. ফিশারের তত্ত্বের সমালোচনা।
৬. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের
হাতিয়ারসমূহ।

💕আমার সকল পোষ্ট নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েব সাইটু ভিজিট করে রাখো😎 এবং বন্ধুদের মেনশন কর🥰।
                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)