এইচএসসি বাংলা ১ম ও ২য় পত্র সাজেশন ২০২০

এইচ এস সি বাংলা ১ম ও ২য় পত্র সাজেশন ২০২০ 

এইচ এস সি বাংলা পত্র সাজেশন ২০২০, এইচ এস সি বাংলা ২য় পত্র সাজেশন ২০২০

এইচএসসি পরীক্ষা ২০২০
বাংলা_ (১ম+২য়)
বাংলা ১ম পত্র পরীক্ষার জন্য নিচের গদ্য গুলো ভাল করে পড়লেই মোটামুটি কমন পড়বে ইনশাআল্লাহ্।

এইচ এস সি বাংলা ১ম পত্র সাজেশন ২০২০


#গদ্য (বাংলা ১ম পত্র)
১। বিড়াল
২। অপরিচিতা
৩। আমার পথ
৪। জীবন ও বৃক্ষ
৫। বায়ন্নর দিন গুলো
৬। রেইনকোট
৭। নেকলেস
.
নিচের পদ্য গুলো ভাল করে পড়লেই মোটামুটি কমন পড়বে ইনশাআল্লাহ্।
#পদ্য (বাংলা ১ম পত্র)
১। বিভীষণের প্রতি মেঘনাদ
২। ঐকতান
৩। সাম্যবাদী
৪। তাহারেই পড়ে মনে
৫। আঠারে বছর বয়স
৬। ফেব্রুয়ারি ১৯৬৯
৭। নূরলদীনের কথা মনে পড়ে যায়।

এইচ এস সি বাংলা ২য় পত্র সাজেশন ২০২০ 

.
#বিষয়ঃ বাংলা ২য় পত্র
সারাংশ - সারমর্ম / ভাবসম্প্রসারণ (যে কোন ১টি)
............................................................
সারাংশ
* ১। কোন সভ্য জাতিকে অসভ্য ------ আবশ্যকতা নেই।
* ২। শ্রমকে শ্রদ্ধার সাথে গ্রহণ কর ------ সংসার
কর্মক্ষেত্র।
* ৩। প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকিলে --------- হবে না।
* ৪। মানুষের মূল্য কোথায়? চরিত্র ------- নেই। (ঢা:,রা:১৫)
* ৫। আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে ----- খুজলেই নয়।
(চ:,সি:১৫)
* ৬। তুমি জীবনকে স্বার্থক সুন্দর ------ হইয়া উঠিবে।
** ৭। খুব ছোট ছিদ্রের ------ উৎস / মানুষের সুন্দর মুখ ---- নয়।
** ৮। জাতি শুধু ঐশ্বর্য-সম্ভার ------ সাহিত্যিকদের। (য:,
ব:১৫)
সারমর্ম
* ১। দৈন্য যদি আসে আসুক ------ দুহাত বাড়াস।
* ২। স্বাধীনতা স্পর্শমনি ------- আখ্যা দানে বীর।
* ৩। এসেছে নতুন শিশু,----/ কোথায় স্বর্গ, কেথায় নরক ---
* ৪। তরুতলে বসে পান্থ শ্রান্তি ---------- তরুর মতন।
* ৫। বহুদিন ধরে বহুক্রোশ ঘুরে ------------ শিশির বিন্দু।
** ৬। শৈশবে সদুপদেশ যাহার না রোচে, ------ ফিরে?
** ৭। ক্ষমা যেথা ক্ষীণ দূর্বলতা,-----/ বিশ¡জোড়া
পাঠশালা মোর ----।

ভাবসম্প্রসারণ

১। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা
কঠিন।
২। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে
তৃণসম দহে।
৩। দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে,
সর্বশ্রেষ্ঠ সে বিচার।
৪। স্বার্থমগ্ন যে জন বিমুখ; বৃহৎ জগৎ হতে, সে কখনও
শিখেনি বাঁচিতে।
৫। স্বদেশের উপকারে নেই যার মন, কেবলে মানুষ তারে
পশু সেইজন।
৬। সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার
একমাত্র ভেলা।
৭। দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য/ দুর্নীতি জাতীয়
জীবনে অভিশাপস্বরূপ।
**MNH SAGOR
১। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত / দুঃখের মতো
পরশপাথর আর নেই।
২। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেনো
ঝলসানো রুটি।
৩। প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না
থাকলে মানুষ হয় না।
৪। আপনারে লয়ে বিব্রত রহিতে... ..., প্রত্যেকে আমরা
পরের তরে।
৫। রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।
সংলাপ / ক্ষুদে গল্প লিখন (যে কোন ১টি)
..................................................
সংলাপ
১। পরীক্ষার প্রস্তুতির সম্পর্কে দুই সহপাঠীর মধ্যে
সংলাপ।
২। সাম্প্রতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য নিয়ে দুই
বন্ধুর মধ্যে সংলাপ।
৩। সংস্কৃতি ও অপসংস্কৃতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ।
৪। দ্রব্যমূল্যের ক্রমবৃদ্ধি নিয়ে দুই সহকর্মীর মধ্যে
সংলাপ।
৫। ভবিষ্যত জীবনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে দুই
বন্ধুর মধ্যে সংলাপ।
৬। শিক্ষা সফর / বই মেলা প্রসঙ্গে দুই বন্ধুর
মধ্যে সংলাপ।
৭। মাদকাসক্তি ও ধুমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে দুই
বন্ধুর মধ্যে সংলাপ।
৮। সামাজিক অবক্ষয় / ইভটিজিং বিষয়ে ছাত্র-
শিক্ষকের মধ্যে সংলাপ।
MNH SAGOR
#ক্ষুদে_গল্প_লিখনঃ
১। একজন মুক্তিযোদ্ধা
২। একতাই বল / বিপদে বন্ধুর পরিচয়
৩। রক্তঝরা ফেব্রুয়ারি/বিজয় দিবস
৪। দেশত্ববোধ
৫। স্মরণীয় যারা চিরদিন
৬। ডিজিটাল বাংলাদেশ
৭। সততার পুরস্কার / মিথ্যাবাদী রাখাল
১। সংলাপ শিখেন (তাহলে খুদে গল্পের দরকার নেই)
২। খুদে বার্তা & ইমেইল শিখেন (তাহলে পত্র/দরখাস্তের প্রয়োজন নেই)MNH SAGOR
৩। অভিজ্ঞতা বর্ননা & প্রতিবেদন শিখেন (তাহলে দিনলিপি & ভাষণের দরকার নেই)
[[[[বি:দ্র : মজার ব্যাপার হলো। এগুলা কখনোই মুখস্ত শিখতে হয়না। শুধু বই থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর ধারণা রাখলেই হয়। বিশেষ করে এগুলোর মধ্যেই রোহিঙ্গা বিষয়ক একটি কমন পাবেন আশা করি।]]]]
৪। ভাবসম্প্রাসরণ (( বইয়ে যা আছে কষ্ট করে সব গুলাই রিডিং পড়ে নেন।)) (তাহলে সারাংশ/সারমর্ম পড়া লাগছে না। শুধু ভাবসম্প্রসারণের মূল ধারণা টা ভালো ভাবে ২ পেজ লিখলেই হবে)
৫। রচনা (বিজ্ঞানের সব গুলো, শিল্পের সবগুলো,
১। শীতের সকাল,
২। শ্রমের মর্যাদা,
৩। অধ্যবসায়, ইন্টারনেটের সবগুলো, দিবসের সবগুলো, মাদকাশক্তি শিখেন) {খুব বেশি লিখলেই বস হয়ে গেলাম না, অন্তত ৮ টি পয়েন্ট। প্রতিটি পয়েন্ট ১ পেজ করে & শেষে উপসংহার ৫ লাইন লিখলেই হবে)
৬। পারিভাষিক শব্দ (২০০১-২০১৯ বোর্ড শিখেন) (অনুবাদ দরকার নেই)MNH SAGOR
___________________________________
ব্যাকরণ - ৩০ নম্বর
১ ও ২। উচ্চারণ ও বানানের রুলস না পড়াই ভালো। আজাইরা। মনে থাকেনা। এর থেকে ভালো ২০০১-২০১৯ বোর্ডের সব গুলো প্র্যাক্টিস করেন। এবং বইয়ের গুলো সব প্র্যাক্টিস করেন। তাহলেই হবে।
৩। উপসর্গ শিখবেন। (যেগূলো দ্বারা শব্দ ২-৩ টার বেশি বানানো যায়না, ওগুলোই গুরুত্বপূর্ণ) এবং উপসর্গের অর্থবাচকতা নেই, দ্যোতকতা আছে (এ প্রশ্নের উত্তর টা বই থেকে শিখেন)
এবং সমাস শিখেন, চিনেন, কোনটা কোন সমাস মাথায় রাখেন, ব্যাসবাক্য সহ
৪। পদ শিখেন, চিনেন, চিহ্নিত করা শিখেন। এবং প্র্যাক্টিস (২০০১-২০১৯ বোর্ড)
৫। বাক্যতত্ত্ব শিখেন ( সকল ধরনের বাক্য চিনেন, তৈরী করা শিখেন) এবং প্র্যাক্টিস (২০০১-২০১৯ বোর্ড)
৬। বাক্য শুদ্ধিকরণ (২০০১-২০১৯ বোর্ড শিখেন)
৭। কারক,বিভক্তি ও প্রত্যয় শিখেন।
______________________________
#শেয়ার_ম্যানশন

Tag:এইচ এস সি বাংলা ১ম পত্র সাজেশন ২০২০,এইচ এস স বাংলা ২য় পত্র সাজেশন ২০২০,এইচ এস সি বাংলা ১ম ও ২য় পত্র সাজেশন ২০২০,Hsc bangla 1st paper Suggetion 2020 , hsc bangla 2nd Paper Suggetion 2020    
                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)